মেঝেতেই শুয়ে পড়লেন ধোনি
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
ভারতের বিশ্বকাপ জয়ী মহেন্দ্র সিংহ ধোনি। সারপ্রাইজ দেওয়াটা তাঁর স্বভাব। কখন যে কী করবেন, কেউ জানে না। সেই তিনিই এবার বিশেষ কারণে শিরোনামে আসলেন।
অবলীলায় এমন কাজ তিনি করলেন, যা করার আগে আর পাঁচজন অন্তত দু’বার ভাববে। সেলিব্রিটি হলে হয়তো তাঁরা এমনটা করবেনই না।
সম্প্রতি ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) থেকে একটি টুইট করা হয়েছে, যেখানে দেখা যাচ্ছে এয়ারপোর্টের মেঝেতে শুয়ে রয়েছেন ভারতের সাবেক ক্যাপ্টেন।ছবিতে কোনওরকম বিরক্তি বা কষ্ট কিন্তু ধোনির অভিব্যক্তিতে ফুটে ওঠেনি। বরং মনে হচ্ছে, ব্যাপারটাকে দারুণ উপভোগ করছেন তিনি।
ধোনির সঙ্গেই ভারতীয় দলের অন্য সদস্যদেরও দেখা যাচ্ছে ছবিতে। সবাই মাটিতেই বসে রয়েছেন। টুইটের ক্যাপশনে লেখা রয়েছে, ১-০’য় এগিয়ে থাকার পর যেভাবে আরাম করা উচিত।
প্রসঙ্গত, চেন্নাইতে সিরিজের প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে হারানোর পর পরের ম্যাচ খেলতে কলকাতায় পৌঁছেছেন কোহলিরা। ভারতীয় দল চেন্নাই থেকে রওনা দেওয়ার আগেই বিমানবন্দরে তোলা হয়েছে এই ছবিটি।