January 18, 2025, 5:36 am

সংবাদ শিরোনাম
সম্ভাবনার নতুন দ্বার #বাউ_মুরগি চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে আগুন :নিহত এক শিশু পরিকল্পিত দাবী রোহিঙ্গাদের তারুণ্যের উৎসব ঘিরে নীলফামারী পৌরসভার উদ্যোগে বিশেষ পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শেকৃবি’র উদ্যানতত্ত্ব বিভাগ ও এমজিবি’র উদ্যোগে নগর কৃষির প্রসার সিলেট সিমান্তে ০২ জন ভারতীয় নাগরিক আটক হিলিতে সরিষা ফুলের মধু সংগ্রহে ব্যস্ত মৌয়ালরা বেনাপোলে পুলিশের অভিযানে ভারতীয় ফেনসিডিল সহ আটক-১ লামায় শ্যালকের পিটুনিতে দুলাভাইের মৃত্যু ইসলামপুরে ৮ দফা দাবিতে বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জােটের মানববন্ধন সম্ভাবনার নতুন দ্বার ‘বাউ মুরগি’, চিলাহাটিতে ভাগ্য ফিরেছে নারীদের

শেষ ষোলতে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক

শেষ ষোলতে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক     

 

আইসল্যান্ডের সামনে সুযোগ ছিল শেষ ষোলতে ওঠার। কিন্তু সেই আশা আর পূর্ণ হল না নবাগত এই দলটির। মঙ্গলবার রোস্তভে ক্রোয়েশিয়ার কাছে ২-১ গোলে হেরে গেছে তারা। ক্রোয়েশিয়ার হয়ে গোল দু’টি করেছেন মিলান বাডেলজ ও ইভান পেরিসিস। আর আইসল্যান্ডের হয়ে একমাত্র গোলটি করেছেন জিলফি সিগার্ডসন। শেষ ষোলতে ক্রোয়েশিয়ার প্রতিপক্ষ ডেনমার্ক।

এদিন হারানোর কিছু ছিল না ক্রোয়েশিয়ার। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে আগেই শেষ ষোল নিশ্চিত করে রেখেছিল তারা। তাই শুরুর একাদশে ছিল না নিয়মিত ৯ জন খেলোয়াড়ই। তবু দাপট নিয়ে খেলেছে তারা। দারুণ আক্রমণে কাঁপিয়ে তুলেছে আইসল্যান্ডের ডিফেন্স। তবে প্রতি আক্রমণে আইসল্যান্ডও কম যায়নি। গোলের বেশ কিছু সুযোগ তারাও সৃষ্টি করেছিল। তবু প্রথমার্ধের খেলা শেষ হয় গোলশূন্য ভাবেই।

 

দ্বিতীয়ার্ধে এসেই আক্রমণের ধার আরও বাড়ায় ক্রোয়েশিয়া। ম্যাচের ৫৩ মিনিটে বাডেলজের গোলে এগিয়ে যায় ক্রোয়েশিয়া। কিন্তু ৭৬ মিনিটে পেনাল্টি পায় আইসল্যান্ড। স্পটকিক থেকে গোল করে দলে সমতা এনে দেন সিগার্ডসন। তবে সেই সমতা নিয়ে খেলা শেষ করতে পারেনি তারা। ৯০তম মিনিটে পেরিসিস ক্রোয়েশিয়াকে জয় সূচক গোলটি এনে দেন। এ জয়ের ফলে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষ দল হিসেবে শেষ ষোলতে পা রাখল ক্রোয়েশিয়া। আর এই প্রথম বিশ্বকাপে পর পর তিনটি ম্যাচে জয়ের দেখা পেল দলটি।

Share Button

     এ জাতীয় আরো খবর