নাটোর জেলা সংবাদদাতা
নাটোরের বড়াইগ্রামের বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের লাথুরিয়া এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাশি চালিয়ে সাড়ে ৪ কেজি গাঁজা ও ৩১ বোতল ফেনসিডিলসহ সেলিনা খাতুন (২২) নামে এক তরুণীকে আটক করেছে বনপাড়া হাইওয়ে থানা পুলিশ।
গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (২৫শে অক্টোবর) দুপুর আড়াইটার দিকে কুষ্টিয়া থেকে ঢাকাগামী ফাতেমা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে গাঁজা ও ফেনসিডিলসহ আটক করা হয়।
সে কুষ্টিয়ার দৌলতপুরের ফৈজুল্লাহপুর গ্রামের মোঃ জহির উদ্দিনের মেয়ে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জি.এম শামসুর নূর জানান, এ ব্যাপারে বড়াইগ্রাম থানায় মাদ্রক দ্রব্য আইনে একটি মামলা রুজু করে তাকে নাটোর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।