February 18, 2025, 5:54 pm

সংবাদ শিরোনাম
এটিএম আজহারুল ইসলামের মুক্তির দাবিতে জামায়াতের সমাবেশ ও বিশাল বিক্ষোভ মিছিল ১০ লাখ টাকা মুক্তিপণে লামার ২৬ অপহৃত শ্রমিক মুক্ত ডিসেম্বরের আগেই দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন- সালাহউদ্দিন আহমদ চিলমারীতে “অপারেশন ডেভিল হ্যান্ট” এ সাবেক যুবলীগ নেতা গ্রেফতার গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা গাইবান্ধায় স্থানীয় কিশোর গ্যাং জিম্মি করে আদায় করছে মুক্তিপণ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটি থেকে ২৮ জন পদত্যাগ উখিয়ায় ইয়াবা-গুলিসহ গ্রেপ্তার হলো রোহিঙ্গা নারী-পুরুষ বান্দরবানে নারী পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার মৌলভীবাজারে বাবার হাতে শিশু খুন, বাবা আটক

নেইমার নয়, ব্রাজিল কোচের ভোট পেলেন রোনালদো

নেইমার নয়, ব্রাজিল কোচের ভোট পেলেন রোনালদো

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

বিশ্বসেরা ফুটবলার বেছে নেওয়ার প্রশ্নে শিষ্য নেইমার নয়, ব্রাজিল কোচ তিতের পছন্দ ছিল ক্রিস্তিয়ানো রোনালদো। আর বরাবরের মতো এবারও সময়ের সেরা দুই ফুটবলার লিওনেল মেসি ও রোনালদো একে অপরকে সেরা মানেননি। এমনকি প্রতিপক্ষকে সেরা তিনের মধ্যেই রাখেননি তারা।

লন্ডনে সোমবার রাতে পলেডিয়াম থিয়েটারে বার্সেলোনার মেসি ও পিএসজির নেইমারকে পেছনে ফেলে ‘দ্য বেস্ট ফিফা মেনস প্লেয়ার’ পুরস্কারটি জিতে নেন রিয়াল মাদ্রিদের পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো।

গত বছরের ২০ নভেম্বর থেকে এ বছরের ২ জুলাই পর্যন্ত খেলোয়াড়দের অর্জন বিবেচনায় বর্ষসেরা নির্বাচন করা হয়। সেরা ফুটবলার নির্ধারণে সমান ২৫ শতাংশ করে ভূমিকা ছিল ফুটবল বিশ্বের সব জাতীয় দলের অধিনায়ক ও কোচ, বিশ্বজুড়ে ফিফা নির্বাচিত সাংবাদিক ও অনলাইনে ভোট দেওয়া ফুটবলপ্রেমীদের।

ফিফা প্রকাশিত ভোটের ফলাফলে দেখা গেছে, গত বছরগুলোর মতো এবারও একে অপরকে ভোট দেননি মেসি ও রোনালদো। আর এবারও নিজের দেশ থেকে পূর্ণ সমর্থন পাননি নেইমার।

টানা দ্বিতীয় বছর রোনালদোকে ভোট দিয়েছেন তিতে, নেইমারকে রেখেছেন দ্বিতীয় স্থানে।

ব্রাজিল দলের অধিনায়ক হিসেবে ভোট দিয়েছেন দানি আলভেস। তার কাছে অবশ্য নেইমারই সেরা। মেসিকে দ্বিতীয় ও রোনালদোকে তৃতীয় ভোটটি দিয়েছেন আলভেস। গত বছর তিনি নেইমারকে দ্বিতীয়তে রেখে মেসিকে সেরার ভোট দিয়েছিলেন।

আর্জেন্টিনা অধিনায়ক মেসির প্রথম ভোটটি গেছে তার বার্সেলোনা সতীর্থ লুইস সুয়ারেসের পক্ষে। দ্বিতীয় ও তৃতীয় ভোট দিয়েছেন যথাক্রমে আন্দ্রেস ইনিয়েস্তা ও এ মৌসুমে পিএসজিতে যোগ দেওয়া নেইমারকে।

আর পর্তুগালের অধিনায়ক রোনালদো তিনটি ভোটই দিয়েছেন রিয়াল মাদ্রিদ সতীর্থদের-লুকা মদ্রিচ, সের্হিও রামোস ও মার্সেলোকে।

Share Button

     এ জাতীয় আরো খবর