কোস্টা রিকার বিপক্ষে উন্নতির লক্ষ্য নেইমারের
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সুইজারল্যান্ডের বিপক্ষে জ¦লে উঠতে পারেনি ব্রাজিল। রাশিয়া বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কোস্টা রিকার বিপক্ষে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা উন্নতি করবে বলে আশাবাদী দলটির তারকা ফরোয়ার্ড নেইমার। আজ শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় কোস্টা রিকার মুখোমুখি হবে ব্রাজিল। গোড়ালির গাঁটের সমস্যায় সোমবার অনুশীলনে অনুপস্থিত থাকার পর মঙ্গলবার অনুশীলন শুরুর ১০ মিনিট পরই খুঁড়িয়ে খুঁড়িয়ে মাঠ ছাড়েন নেইমার। তবে বুধবার দলের সঙ্গে অনুশীলন করেন ২৬ বছর বয়সী এই ফরোয়ার্ড। সেই অনুশীলনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ব্রাজিল ফুটবল কনফেডারেশন। ব্রাজিল ফুটবল কনফেডারেশনকে নেইমার বলেন, সুইজারল্যান্ডের বিপক্ষে প্রথম ম্যাচের চেয়ে ভালো খেলব বলে আমি আশা করি এবং আমরা জিততে চাই। আমরা ভালো খেলতে চাই। আমরা কোস্টা রিকার ফুটেজ দেখেছি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো আমাদের নিজের ফুটবলটা খেলা। গ্রুপের শেষ ম্যাচে সার্বিয়ার মুখোমুখি হবে তিতের দল।