তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ
ডিটেকটিভ নিউজ ডেস্ক
বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি-যুবদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুরে নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপি’র সাধারন সম্পাদক জয়নাল আবেদিন চাঁন সহ বক্তারা।
এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভোটার বিহীন এই সরকারের সময় ঘনিয়ে এসেছে, তাই আগামি নির্বাচনে ক্ষমতায় আসার জন্য আবারো মরিয়া হয়ে উঠেছে। এজন্য জিয়া পরিবারকে কোণঠোসা করার লক্ষ্যেই বারবার মিথ্যা ও বানোয়াট মামলায় দিয়ে পরোয়ানা জারি করছে। দেশে গনতন্ত্র’র পরিবর্তে বাকশাল কায়েম করার দুরভিসন্ধি সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাক্ষান করায় তারা এখন জনবিছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র জনগন প্রতিহত করেছে আগামীতেও কোন ষড়যন্ত্র করে এ সরকার পার পাবেনা। অনতিবিলম্বে বিএনপির সিনিঃ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম.আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শহর যুবদলের সিনিঃ নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, অধ্যক্ষ শাহীন, আনোয়ার হোসেন সান্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হারুনর রশিদ সুজন, জামিনুর রহমান শাওন, তারিক মজিদ সোহাগ, শাহাদৎ হোসেন সোহাগ, মেহেদী হাসান, যুবনেতা, শামীম, মুন্না, সালাম, মিস্টার, রিতু, রাকিবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।