July 15, 2025, 10:27 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

তারেকের বিরুদ্ধে পরোয়ানার প্রতিবাদে বগুড়ায় বিক্ষোভ

ডিটেকটিভ নিউজ ডেস্ক 

 বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজনৈতিক ভাবে ষড়যন্ত্রমুলক মিথ্যা মামলায় পরোয়ানা জারির প্রতিবাদ জানিয়ে তাৎক্ষনিক বিক্ষোভ সমাবেশ করেছে বিএনপি-যুবদলের নেতাকর্মীরা। গতকাল সোমবার দুপুরে নবাব বাড়ি সড়কস্থ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জেলা বিএনপির সাধারন সম্পাদক জয়নাল আবেদিন চাঁন সহ বক্তারা।

এসময় বক্তারা তাদের বক্তব্যে বলেন, ভোটার বিহীন এই সরকারের সময় ঘনিয়ে এসেছে, তাই আগামি নির্বাচনে ক্ষমতায় আসার জন্য আবারো মরিয়া হয়ে উঠেছে। এজন্য জিয়া পরিবারকে কোণঠোসা করার লক্ষ্যেই বারবার মিথ্যা ও বানোয়াট মামলায় দিয়ে পরোয়ানা জারি করছে। দেশে গনতন্ত্রর পরিবর্তে বাকশাল কায়েম করার দুরভিসন্ধি সাধারণ মানুষ ঘৃণাভরে প্রত্যাক্ষান করায় তারা এখন জনবিছিন্ন হয়ে পড়েছে। তিনি আরও বলেন, জিয়া পরিবারের বিরুদ্ধে দেশী-বিদেশী সকল ষড়যন্ত্র জনগন প্রতিহত করেছে আগামীতেও কোন ষড়যন্ত্র করে এ সরকার পার পাবেনা। অনতিবিলম্বে বিএনপির সিনিঃ ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে সকল মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে দূর্বার আন্দোলন গড়ে তোলা হবে। সমাবেশে বক্তব্য রাখেন যুগ্ম সম্পাদক এম.আর ইসলাম স্বাধীন, পরিমল চন্দ্র দাস, সহিদ উন নবী সালাম, জেলা যুবদলের সভাপতি ও কাউন্সিলর সিপার আল বখতিয়ার। এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা যুবদল সভাপতি রাফিউল ইসলাম রুবেল, শহর যুবদলের সিনিঃ নেতা জহুরুল ইসলাম ফুয়াদ, অধ্যক্ষ শাহীন, আনোয়ার হোসেন সান্টু, জেলা ছাত্রদলের সহ-সভাপতি হারুনর রশিদ সুজন, জামিনুর রহমান শাওন, তারিক মজিদ সোহাগ, শাহাদৎ হোসেন সোহাগ, মেহেদী হাসান, যুবনেতা, শামীম, মুন্না, সালাম, মিস্টার, রিতু, রাকিবুলসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

Share Button

     এ জাতীয় আরো খবর