বিমানে আগুনের পর নিরাপদে নামল সৌদি দল
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
রস্তোভ-ডন-অনে আসার পথে সৌদি আরব দলকে বহন করা বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে গিয়েছিল। তবে কোনো ক্ষতি হয়নি খেলোয়াড় ও অফিসিয়ালদের। আজ বুধবার ‘এ’ গ্রুপে উরগুয়ের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে সৌদি আরব। ম্যাচটি খেলতে রস্তোভ-অন-ডনে আসছিল তারা। দেশটির ফুটবল ফেডারেশন এক বিবৃতিতে খেলোয়াড় ও অফিসিয়ালদের নিরাপদ থাকার কথা নিশ্চিত করে। সৌদির জাতীয় দলের সব খেলোয়াড় নিরাপদে পৌঁছেছে এবং বর্তমানে তারা তাদের হোটেলে আছে। আগুন লাগাটা নিছকই দুর্ঘটনা ছিল। রাশিয়া বিশ্বকাপে সৌদি আরবের শুরুটা একেবারেই ভালো হয়নি। স্বাগতিক রাশিয়ার কাছে ৫-০ গোলে উড়ে যায় তারা।