September 17, 2024, 6:48 pm

সংবাদ শিরোনাম

বিরামপুর ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন

বিরামপুর ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের শুভ উদ্বোধন ও দোয়া মাহফিল
সামিউল আলম, বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা


বিরামপুর ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের নতুন ও নিজস্ব জায়গায় শুভ উদ্বোধন উপলক্ষ্যে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। পৌর শহরের কলেজ বাজার এলাকায় বিরামপুর কলেজের প্রধান গেটের অপর দিকে মেইন সড়কের পশ্চিম পার্শ্বে এটি স্থানান্তরিত করা হয়।
ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের চেয়ারম্যান আনোয়ারুল ইসলামের সভাপতিত্বে ও সেক্রেটারী মুহাদ্দিস ডক্টর এনামুল হকের পরিচালনায় এতে উপস্থিত ছিলেন, নবাবগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নূরে আলম সিদ্দীকি, ভাইস চেয়ারম্যান প্রভাষক শাহীনুর রহমান, ঘোড়াঘাট উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন, হাকিমপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আমিনুল ইসলাম, ফুলবাড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান মঞ্জুরুল কাদের বাবু, বিরামপুর কলেজের উপাধ্যক্ষ অদ্বৈত্য কুমার অপু, পাউশগাড়া ফাযিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা মামুনুর রশীদ, বিরামপুর শিল্প ও বণিক সমিতির সভাপতি মাওলানা আশরাফুল ইসলাম, ডায়াবেটিক অ্যান্ড হেলথ কেয়ার সেন্টারের সিনিয়র মেডিকেল অফিসার ও ফুলবাড়ী স্বাস্থ্য কমপ্লেক্স এর সাবেক টি.এইচ.এ ডাক্তার আতিয়ার রহমান, বিরামপুর বিএম কলেজের অধ্যক্ষ রেজাউল করিম সরকার, আদর্শ হাইস্কুলের প্রধান শিক্ষক সাইদুর রহমান, পৌর কাউন্সিলর মিজানুর রহমান, বিভিন্ন সংগঠন সমূহের নেতৃবৃন্দ ও স্থানীয় সাংবাদিকবৃন্দ প্রমূখ।

Share Button

     এ জাতীয় আরো খবর