January 16, 2025, 9:59 pm

সংবাদ শিরোনাম
শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ শিবচরে খানকান্দি দৈয়দ আশরাফ আলী উচ্চ-বিদ্যালয়ের শিক্ষার্থীদের নবীন বরণ টেকনাফ ২ বিজিবি”র অভিযানে আটক-৬ লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ

ফ্রান্সের ঘাম ঝরানো জয়

ফ্রান্সের ঘাম ঝরানো জয়

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক     

ভিএআর ব্যবহারের পর বিতর্কিত পেনাল্টি পেয়ে দ্বিতীয়ার্ধে ফ্রান্সকে এগিয়ে দেন গ্রিয়েজমান। কিছুক্ষণ পর অধিনায়ক মাইল জেডিনাকের পেনাল্টি সমতা ফেরায় অস্ট্রেলিয়াকে। তারপর পল পগবার গোলে তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে ইউরোর ফাইনালিস্টরা।

গ্রিয়েজমান, কাইলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলেকে নিয়ে সাজানো ফ্রান্সের দুর্দান্ত আক্রমণভাগ শুরু থেকে অস্ট্রেলিয়া গোলরক্ষক ম্যাট রায়ানের কাছে বাধা পান। প্রথম ৮ মিনিটে এই তিন ফরোয়ার্ডকে চারবার রুখে দেন সকারু গোলরক্ষক।

আক্রমণে ক্ষুরধার ছিল অস্ট্রেলিয়াও। কিন্তু ভাগ্য সহায় হয়নি তাদের। ১২ ও ১৭ মিনিটে ম্যাথু লেকির হেড গোলবারের পাশ দিয়ে চলে যায়।

বিরতিতে যাওয়ার ঠিক আগে আবারও লেকি ব্যর্থ হন লক্ষ্যভেদ করতে। আজিজ বেহিচও একই ভাবে আক্ষেপে পোড়েন। প্রথমার্ধ শেষ হয় গোলশূন্য স্কোরে।

বিরতির পর ম্যাচ আরও প্রাণবন্ত হয়ে ওঠে। রেফারি আন্দ্রে কুনহা ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারির সঙ্গে আলোচনা করে ফ্রান্সকে একটি পেনাল্টি দেন। ৫৪ মিনিটে জশ রিসডন অস্ট্রেলিয়ার ডিবক্সে ফাউল করেছিলেন গ্রিয়েজমানকে। তখন পেনাল্টির সিদ্ধান্ত দেননি রেফারি। পরে খেলা থামলে ভিএআর প্রযুক্তি ব্যবহার করে কুনহা দেখতে পান ফাউলের শিকার হয়েছিলেন অ্যাতলেতিকো মাদ্রিদ ফরোয়ার্ড। ৫৮ মিনিটে পাওয়া পেনাল্টি থেকে ১-০ করেন গ্রিয়েজমান।

কিন্তু ৪ মিনিট পর সেই আনন্দের রেশ কেটে যায় ফরাসিদের। তাদের ডিবক্সে স্যামুয়েল উমতিতির হাতে বল লাগলে পেনাল্টি পায় সকারুরা। ১২ গজ দূর থেকে মাইল জেডিনাক সমতায় ফেরান অস্ট্রেলিয়াকে।

দেশমের দল পয়েন্ট হারানোর শঙ্কায় পড়েছিল। কিন্তু অলিভার জিরুদের অ্যাসিস্টে ম্যানচেস্টার ইউনাইটেড মিডফিল্ডার পগবা শট ক্রসবারে লেগে গোল লাইনের একটু দূরে পড়ে ফিরে আসে। যদিও রেফারি সেটা কোনও সংশয় ছাড়াই গোল হয়েছে রায় দেন।

জয় দিয়ে শুরু করলেও বৃহস্পতিবার পেরুর বিপক্ষে দ্বিতীয় ম্যাচে আরও আত্মবিশ্বাসী পারফরম্যান্সের আশা করছে ফ্রান্স। আর এই হারের পর ডেনমার্কের বিপক্ষে ঘুরে দাঁড়াতে চাইবে অস্ট্রেলিয়া।

Share Button

     এ জাতীয় আরো খবর