July 15, 2025, 11:44 pm

সংবাদ শিরোনাম
নবীগঞ্জে ভয়াবহ সংঘর্ষ : ৬ দিন পর আহত আরেকজনের মৃত্যু শ্রীমঙ্গলে আলোচিত কলেজছাত্র হৃদয় হত্যা মামলার রহস্য উদঘাটন গ্রেফতার ২ আলামত উদ্ধার জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ছাত্র-জনতা স্মরণে গোপালগঞ্জ জেলার স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ।। তিন ব্যবসায়ীকে অর্থদণ্ড গোপালগঞ্জের মুকসুদপুর বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ শোক ও শ্রদ্ধায় সাংবাদিক রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত ফ্রান্স প্রবাসীর চাঁদাবাজির মামলায় শেখ জসিম কারাগারে আগামীর জয়পুরহাট ও নাগরিক ভাবনা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে হবে : দুদক কমিশনার

দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে হবে : দুদক কমিশনার

ডিটেকটিভ নিউজ ডেস্ক   

দেশকে এগিয়ে নিতে হলে দুর্নীতিবাজদের ধরিয়ে দিতে হবে গতকাল রোববার জেলার গাংনী উপজেলায় সন্ধানী স্কুল কলেজ প্রাঙ্গনে গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) কমিশনার (তদন্ত) এফ এম আমিনুল ইসলাম একথা বলেছেন

দুদকের ৬৮তম গণশুনানি অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, সকালে মেহেরপুর জেনারেল হাসপাতালে গিয়ে দেখলাম, ওয়ার্ডবয় দিয়ে হাসপাতাল চালানো হচ্ছে কাগজে কলমে ডিউটিতে থাকা চিকিৎসকদের কাউকে হাসপাতালে খোঁজে পাওয়া যায়নি কোথায় আছে তারও কোন সদুত্তর মেলেনি ওয়ার্ডে ওয়ার্ডে দেখলাম রোগিরা ওষুধ পাচ্ছেনা রোগিরা জানায়, তাদের ওষুধ দুরের কথা স্যালাইনও দেয়া হচ্ছেনা ডিউটিতে থাকা সেবিকারা জানায়, হাসপাতালে স্যালাইন নেই অথচ হাসপাতালের আলমারি খুলে দেখলাম থরে থরে সাজানো ওষুধ আর স্যালাইন বিষয়টি মোবাইল ফোনে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ডিজিকে জানানো হয়েছে

তিনি বলেন, হাসপাতালের মতো সরকারি কোন দফতরে দুর্নীতির অভিযোগ থাকলে ১০৬ নম্বরের হটলাইনে জানাবেন প্রয়োজন হলে দুদক তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করবে

দুদকে অভিযোগের মাত্র ৩৭ ভাগ নিষ্পত্তি করতে সক্ষম হয়েছে উল্লেখ করে তিনি বলেন, এলাকাবাসীর প্রায় অভিযোগেরই সত্যতা পাওয়া গেছে গণশুনানীতে ভূমি অফিস, প্রকল্প বাস্তবায়ন অফিস, জেলা উপজেলা হিসাব অফিস, ভূমি রেজিস্টার অফিসের অনিয়ম দুর্নীতির অভিযোগের কথা এলাকাবাসী জানিয়েছেন দুদকের কর্মকর্তা এসব অভিযোগ আমলে নিয়ে জেলা প্রশাসককে ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন

জেলা প্রশাসক পরিমল সিংহর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে দুদকের খুলনা বিভাগীয় পরিচালক . আবুল হাসান, কুষ্টিয়ার উপপরিচালক আবদুল গাফ্ফার গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ অরিফুজ্জামান সময় উপস্থিত ছিলেন

Share Button

     এ জাতীয় আরো খবর