বিশ্বকাপের সেমি-ফাইনাল আর্জেন্টিনার লক্ষ্য
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
এখনই শিরোপা জয়ের লক্ষ্য ঠিক করছে না আর্জেন্টিনা। দেশটির ফুটবল সংস্থার সভাপতি ক্লাউদিও তাপিয়া জানিয়েছেন, রাশিয়া বিশ্বকাপের সেমি-ফাইনালে ওঠাই এখন মেসিদের জন্য ভালো লক্ষ্য।
লাতিন আমেরিকার বিশ্বকাপ বাছাইপর্বে একসময় ছিটকে পড়ার শঙ্কায় পড়ে গিয়েছিল দুইবারের বিশ্বচ্যাম্পিয়নরা। শেষ ম্যাচে মেসির অসাধারণ এক হ্যাটট্রিকে একুয়েডরকে হারিয়ে মূল পর্বে জায়গা করে নেয় আর্জেন্টিনা। এজন্য গত বিশ্বকাপের রানার্সআপদের ফেভারিটের তালিকায় উপরের দিকে রাখছেন না অনেকেই। তাপিয়াও লক্ষ্যটা ছোট রাখছেন।
টিওয়াইসি স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে তাপিয়া বলেন, “সেরা চারে থাকাটা একটা ইতিবাচক লক্ষ্য।”
এবারও দলের নেতৃত্ব দিচ্ছেন আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে নিজের প্রথম শিরোপার অপেক্ষায় থাকা লিওনেল মেসি। বার্সেলোনা তারকাকে বিশ্বসেরা উল্লেখ করে প্রশংসা করেন তাপিয়া।
“সে আর্জেন্টাইন ফুটবলকে অনেক দিয়েছে।”
“আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের উন্নতি হয়েছে কারণ আমাদের বিশ্বসেরা খেলোয়াড় আছে।”
শনিবার মস্কোয় আইসল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে আর্জেন্টিনার বিশ্বকাপ যাত্রা। ‘ডি’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ আইসল্যান্ড, ক্রোয়েশিয়া ও নাইজেরিয়া।