শিকলে বাঁধা সিংহের ছবি দিয়ে আফ্রিদি বলছেন ‘প্রাণীদের যত্ন নিন’
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
সম্প্রতি টুইটারে দুটি ছবি পোস্ট করেছেন পাকিস্তানের ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার একটিতে দেখা যাচ্ছে, ঘরে লোহার শিকলে বাঁধা একটি সিংহের সামনে দু’হাত উপরে তুলে এবং দু’হাতের আঙুল দিয়ে ‘ভি’ চিহ্ন দেখিয়ে আফ্রিদির উদযাপনের ভঙ্গিকে নকল করছে তার মেয়ে। কীভাবে আফ্রিদি এরকম বেআইনি কাজ করে ফলাও করে পোস্ট করতে পারেন তা নিয়ে বইছে সমালোচনার ঝড়।
দ্বিতীয় ছবিতে একটি শিশু হরিণকে দুধ খাওয়াতেও দেখা গেছে আফ্রিদিকে। শনিবার টুইটারে এই দুটো ছবি পোস্ট করেন তিনি। যার একটিতে ছিল তার মেয়ের ছবি। আর সেই ছবিটির পিছনেই দেখা গেছে লোহার শিকলে দিয়ে বাঁধা ওই সিংহকে। দেখেই বোঝা যায় বেশ দুর্বল, চুপ করে শুয়ে আছে মেঝেতে। আর তার পাশের ছবিতেই রয়েছে আফ্রিদি নিজে। কোলে একটি হরিণশাবক। দুটো ছবি পোস্ট করে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘ভালবাসার মানুষের সঙ্গে সময় কাটানো ভীষণই আনন্দের। আর সবচেয়ে ভাল অনুভূতি হল, আমার মেয়ে যখন আমারই নকল করছে এবং অবশ্যই প্রাণীদের যতœ নিন, আমাদের ভালবাসা এবং যতœ ওদেরও প্রাপ্য।’তার পোস্ট দেখে টুইটার ব্যবহারকারীরা বলছেন, ক্যাপশনে যিনি প্রাণীদের যতœ নেওয়ার কথা বলছেন, তিনি বাস্তবে সম্পূর্ণ বিপরীত কাজ করছেন কীভাবে? একজন লিখেছেন, ‘পোষ্য সিংহ আছে আফ্রিদির। যাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়। এটা ভীষণই অমানবিক কাজ। বন্যপ্রাণীদের সুরক্ষা দেয়া সংস্থাগুলো কোথায় এখন? বন্যপ্রাণীদের উপর যার এতটুকু সমবেদনা নেই তার জনপ্রিয়তা এবং প্রতিপত্তিতে ধিক্কার।’ অনেকে পশু সুরক্ষা আইন অনুযায়ী আফ্রিদির বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার কথাও বলেছেন। এনডিটিভি।