January 16, 2025, 11:45 am

সংবাদ শিরোনাম
লক্ষ্মীপুরে তিন পুলিশ সদস্যকে পেটালেন সিএনজি চালকরা মধুপুরে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত বেনাপোলে বিজিপি বিএসএফ সেক্টর কমান্ডার পর্যায়ে সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হারিয়ে যাওয়া মায়ের খোঁজে দিশেহারা সন্তানরা ভিসা জটিলতায় বেনাপোল বন্দরে পরিবহন ব্যাবসার ধ্বস তেজগাঁও থানা ছাত্রদলের শীতবস্ত্র বিতরণ কর্মসূচি সম্পন্ন শেখ মুজিবুর রহমানের ছবি প্রজেক্টরে ভেসে উঠায় স্থানীয় জনতার প্রতিবাদ ঢাকায় দুই ব্যবসায়ীকে কুপিয়ে জখম করলেন সন্ত্রাসীরা: বেনাপোলে ভারতীয় ভয়ঙ্কর ট্যাপেন্টাডোল জব্দ মধুপুর উপজেলা মেম্বার ফোরামের উদ্যোগে তিন শতাধিক কম্বল বিতরণ

কারভাহাল বিশ্বকাপে স্পেনের প্রথম দুই ম্যাচে অনিশ্চিত

কারভাহাল বিশ্বকাপে স্পেনের প্রথম দুই ম্যাচে অনিশ্চিত

ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক

 

বিশ্বকাপের গ্রুপ পর্বে স্পেনের প্রথম দুই ম্যাচে দানি কারভাহাল খেলতে পারবেন কি-না, নিশ্চিত নয়। তবে বিশ্বসেরার মঞ্চেই এই রাইট-ব্যাক ফিরবেন বলে আশাবাদী স্পেনের কোচ হুলেন লোপেতেগি।

গত মাসে ইউক্রেনের কিয়েভে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে লিভারপুলের বিপক্ষে হ্যামস্ট্রিংয়ে চোট পান রিয়াল মাদ্রিদের কারভাহাল। পুনর্বাসন চালিয়ে যেতে বিশ্বকাপ দলে যোগ দেন ২৬ বছর বয়সী এই ডিফেন্ডার।

আগামী শুক্রবার সোচির ফিশৎ স্টেডিয়ামে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগালের মুখোমুখি হবে স্পেন। আর ২০ জুন ইরানের বিপক্ষে মাঠে নামবে ২০১০ আসরের চ্যাম্পিয়নরা। এই দুই ম্যাচে কারভাহালের খেলা নিয়ে শঙ্কা থাকলেও তার চোটের অবস্থার উন্নতিতে সন্তুষ্ট লোপেতেগি।

শনিবার তিউনিশিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচের আগের সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমি নিশ্চিত, সে প্রস্তুত হয়ে যাবে। জানি না সে প্রথম বা দ্বিতীয় ম্যাচের জন্য প্রস্তুত হবে কি-না। কিন্তু সে সেরে উঠবে।”

আগামী ২৫ জুন ‘বি’ গ্রুপে নিজেদের শেষ ম্যাচে মরক্কোর বিপক্ষে খেলবে গতবার গ্রুপ পর্ব থেকেই ছিটকে পড়া স্পেন।

অসুস্থতার কারণে গত রোববার সুইজারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে ছিলেন না সের্হিও বুসকেতস। তবে বার্সেলোনা মিডফিল্ডার সুস্থ হয়ে উঠেছেন বলে জানান লোপেতেগি।

“সের্হিও ভালোভাবে সেরে উঠেছে। অন্য কিছু না ঘটলে, আগামীকাল (শনিবার) সে খেলবে।”

 

 

 

 

Share Button

     এ জাতীয় আরো খবর