পদত্যাগ করলেন নিউ জিল্যান্ড কোচ হেসনে
ডিটেকটিভ স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপের এক বছর আগে নতুন প্রধান কোচ খুঁজতে হবে নিউ জিল্যান্ডকে। পরিবারকে বেশি সময় দিতে দায়িত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মাইক হেসন।
অকল্যান্ডে বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে সরে যাওয়ার সিদ্ধান্তের কথা জানান হেসন। চুক্তির মেয়ার পূরণ হওয়র এক বছর আগে আগামি জুলাইয়ে দায়িত্ব ছাড়বেন তিনি।
২০১৯ বিশ্বকাপ পর্যন্ত তাকে রাখার চেষ্টায় ছিলেন নিউ জিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী ডেভিড হোয়াইট। তবে সরে যাওয়ার ব্যাপারে নিজের সিদ্ধান্তে অনড় হেসন।
ছয় বছরের মেয়াদে নিউ জিল্যান্ডকে প্রথমবারের মতো বিশ্বকাপের ফাইনালে নিয়ে যাওয়া তার সবচেয়ে বড় অর্জন। এই সময়ে ঘরের মাঠিতে দাপুটে ক্রিকেট খেলেছে নিউ জিল্যান্ড। জিতেছে ১১ সিরিজের আটটিতে।
নিউ জিল্যান্ড নিজেদের পরবর্তী সিরিজ খেলবে আগামি অক্টোবরে, সংযুক্ত পাকিস্তানের বিপক্ষে সংযুক্ত আরব আমিরাতে। সেই সিরিজের আগে নতুন কোচ পেতে হাতে সময় পাচ্ছে নিউ জিল্যান্ড।
হেসনের অধীনে ২১ টেস্ট, ৬৫ ওয়ানডে ও ৩০ টি-টোয়েন্টিতে জিতেছে নিউ জিল্যান্ড।