নরসিংদীতে সম্পত্তির ভাগ চাওয়ায় এসিডে ঝলসে দেওয়া হলো নারীর শরীর
ডিটেকটিভ নিউজ ডেস্ক
নরসিংদীর শিবপুর উপজেলায় বাবার সম্পত্তির অংশ চাওয়ায় এক নারীর শরীর এডিস দিয়ে ঝলসে দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দত্তেরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। এসিডদগ্ধ ওই নারীর নাম শারমীন সুলতানা (২৮)। তাঁকে গত বৃহস্পতিবার রাতেই নরসিংদী সদর হাসপাতাল থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শারমীন সুলতানার স্বামী মাসুদ রানা দাবি করেন, পৈত্রিক সম্পত্তির অংশ নিয়ে আমার স্ত্রীর সঙ্গে তাঁর চাচা বেদার উদ্দিনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এই পরিপ্রেক্ষিতে গত বৃহস্পতিবার রাতে তাঁর চাচার বাড়িতে সালিস বসার কথা জানাতে যায় শারমীন। তখন চাচি ফরিদা ইয়াসমীন ঘর থেকে বের হয়ে একটি বোতল থেকে তাঁকে লক্ষ্য করে অ্যাসিড ছুড়ে মারেন। মাসুদ রানা আরো বলেন, এসিডে শারমীনের বাম হাত কাঁধ থেকে কব্জি পর্যন্ত পুরোটা ঝলসে যায়। পরে তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে আমাকে খবর দেয়। পরে আমি গিয়ে তাঁকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে আসি। সেখানে তাঁকে প্রাথমিক চিকিৎসা দিয়ে জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানো হয়েছে। শিবপুর থানার ওসি সৈয়দ উজ্জামান বলেন, কাউকে এসিডে ঝলসে দেওয়ার বিষয়ে আমাদের কাছে কোনো অভিযোগ আসেনি। তবে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি শুনেছি। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।