রাষ্ট্রবিরোধী প্রচারণার দায়ে রাজধানীতে আটক ১
ডিটেকটিভ নিউজ ডেস্ক
রাষ্ট্রবিরোধী নানা অপপ্রচার ও ‘ইমাম মাহাদী’ দাবি করা মোহাম্মদ মঈন উদ্দিন (৪৫) নামে একব্যক্তিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব–১১)।
এ সময় তার কাছ থেকে বিপুল পরিমাণ উগ্রবাদী প্রচারণার লিফলেট উদ্ধার করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর শাহজাহানপুর থানা এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইং বিভাগের সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) মিজানুর রহমান ভূঁইয়া বিষয়টি জানিয়েছেন। তিনি জানান, ধর্মীয় উগ্রবাদী ও রাষ্ট্রবিরোধী প্রচারণায় জড়িত থাকার দায়ে মঈন উদ্দিনকে আটক করা হয়েছে।