মোকছেদুল মমিন মোয়াজ্জেম, হিলি থেকেঃ
দিনাজপুরের হিলি হাকিমপুর হাসপাতাল মোড় এলাকা থেকে ফেন্সিডিলসহ ১ মটরসাইকেল আরোহীকে আটক করেছে থানা পুলিশ। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে তাকে দিনাজপুর জেল-হাজতে পাঠানো হয়েছে। আটক ব্যক্তি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার দিয়র গ্রামের মৃত এমদাদুল হকের ছেলে ইস্তামুল হক (৩০)।
থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন জানান, সোমবার বৈকাল ৬ টার সময় মটরসাইকেলে বিষেশ কায়দায় কলেজ-হাসপাতাল রোডের উপর দিয়ে ফেন্সিডিল পাচারের খবর পেয়ে থানার এএসআই মনজুরুল হকের নেতৃত্বে পুলিশ হাসপাতাল মোডে অবস্থান নেয়। এসময় আটক যুবক ১৩৫ সিসির ডিসকভার মটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে যেতে চাইলে তাকে আটক করে জিঞ্জাসাবাদ করলে, তিনি স্বীকার করেন মটরসাইকেলে ফিটিং থাকা অবস্থায় ৫২ পিস ফেন্সিডিল আছে।
প্রাইভেট ডিটেকটিভ/৯মে২০১৮/ইকবাল