January 19, 2025, 1:11 pm

সংবাদ শিরোনাম
শেরপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে কর্তৃক চক্ষু শিবির ও ১২ লাখ টাকার চেক হস্তান্তর তার স্ত্রী জানে না সে সধবা নাকি বিধবা-ইকবাল হাসান মাহমুদ টুকু ধনবাড়িতে ছাত্র আন্দোলনে নিহত আহতদের জন্য দোয়া ও জনসভা অনুষ্ঠিত  কোয়ান্টাম ফাউন্ডেশনের অনিয়ম ও মহাজাতকের ভয়াবহ প্রতারণা । পর্ব ০১ মহা দূনীর্তিবাজ ও বিগত ফ্যাসিস্ট সরকারের আস্থাভাজন,অতিরিক্ত সচিব, মোঃ তোফাজ্জেল হোসেনের সাতকাহন দেশের রাজনীতিতে আ.লীগের কবর রচনা হয়েছে- নুরুল হক নুর চট্রগ্রাম জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ৩৬ হাজার পিস ইয়াবাসহ আটক ২ মাইক্রোবাস জব্দ। ঘোড়াঘাটে পতিত জমিতে কমলা চাষে আলোচনার শীর্ষে বদরুল আলম চকরিয়ায় স্ত্রীকে হত্যা ,স্বামী মেহেদী হাসান লামায় গ্রেফতার মোংলায় বিএনপির সংবাদ সম্মেলন

ভোলা বোরহানউদ্দিনে ৮ম শ্রেণীর ছাত্রীকে না জানিয়ে বিয়ে দেওয়ার অভিযোগ

ভোলা প্রতিনিধি:

ভোলা বোরহানউদ্দিন উপজেলার জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী রত্না বেগম (১৩)। ১০/১২ দিন পূর্বে তাকে না জানিয়ে বিয়ে দেয় তার পরিবার। এ ঘটনা মেয়েটি জানার পর পালিয়ে এসে বোরহানউদ্দিন উপজেলা নির্বাহি কর্মকর্তার কাছে পরিবারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। রত্না বেগম অভিযোগ করেন বলেন, জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীতে পড়াশুনা করছি। কিন্তু আমার কাকা মহিউদ্দিন ও কাকী লাইজু বেগম ও মা হাচিনা বেগম আমাদের দূর সম্পের্কের আত্মীয় চরফ্যাসন চরলিলু গ্রামের মো: সবুজের সাথে আমাকে না জানিয়ে বিয়ে দেয়। আমাকে ওই বেড়িতে বেড়ানোর কথা বলে নিয়ে দেখি রাতে হুজুর এনে বিয়ে পড়াচ্ছে। রাতে জামাইর ঘরে যেতে বাধ্য করার চেষ্টা করে। কিন্তু আমার কান্নাকাটিতে তা পারেনি। আমি সকালে উঠে কাউকে না জানিয়ে বাড়ীতে চলে আসি। সোমবার সকালে স্কুলে এসে শিক্ষকদের ঘটনাটি জানাই। এরপর প্রধান শিক্ষক সোহেল স্যার ও পপি রানী দত্ত শিক্ষিকা কে নিয়ে উপজেলা নির্বাহি অফিসার স্যারের কাছে লিখিত অভিযোগ দায়ের করি। এ বিয়ে মানি না, আমি পড়াশুনা করতে চাই। জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৮ম শ্রেণীর ছাত্রী রত্না বেগম। রোলনং-৩৯। পক্ষিয়া ৪নং ওয়ার্ডের প্রবাসী মো: মফিজ মিয়ার মেয়ে। এব্যাপারে জ্ঞানদা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: সোহেল হোসেন জানান, মেয়েটি এসে বিদ্যালয় বিয়ের কথা জানালে এক শিক্ষিকাসহ তাকে উপজেলা নির্বাহি অফিসারের কাছে নিয়ে এসে লিখিত অভিযোগ দায়ের করি। মেয়েটি পড়াশুনা করতে চায়। তাই তাকে সহযোগিতা করতে চাই আমরা। এব্যাপারে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো: আ: কুদদূস জানান, অভিযোগ পেয়েছি। উভয় পক্ষকে ডেকে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

 

 

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২মে২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর