November 5, 2024, 10:28 pm

সংবাদ শিরোনাম
জাতির ভাগ্যে স্বাধীনতা ও গণতন্ত্রের স্বাদ কবে পাবে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও আইন শৃঙ্খলার পরিস্থিতি উদ্বেগ জনক বোরহানউদ্দিনে টিকা নেওয়ার পরে অসুস্থ হয়ে প্রায় অর্ধ শতাধিক ছাত্রী হাসপাতালে ভর্তি শার্শায় হতদরিদ্রদের মাঝে জামায়াতের ভ্যান,ছাগল ও নগদ অর্থ বিতরন নবাবগঞ্জে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বাগেরহাটের কচুয়ায় যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত সুন্দরগঞ্জে আইন-শৃঙ্খলা কমিটির সভা স্বাধীনতা, সার্বভৌম হ্যাঁ ও সাংবিধানকে করা প্রয়োজন বান্দরবান প্রেসক্লাবের নতুন সদস্যদের ফুলেন শুভেচ্ছা দিয়ে বরন ডোমারে প্রধান শিক্ষকের পদ ফিরে পেতে ইউএনও’র কাছে আবেদন

জেলা ডিবি পুলিশের অভিযান- নওগাঁয় ১২০ কেজি গাজা ও মিনি ট্রাকসহ ৩ জন গ্রেফতার

তন্ময় ধর নওগাঁ:
নওগাঁয় ১২০ কেজি গাজা, একটি মিনি ট্রাক সহ (ট্রাক নং- ঢাকা মেট্রো ন- ১৬২৮২৫) ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে নওগাঁ জেলা ডিবি পুলিশ।
মাদক ব্যবসায়ীরা হলেন, বগুড়া জেলার সদর উপজেলার লতিপুর মধ্যপাড়া গ্রামের আবুল কালাম আজাদের পুত্র ফরহাদ হোসেন (২৮) ও মাহমুদুল হাসান (২৪), কলোনী বেজোড়া গ্রামের গোলাম হোসেনের পুত্র দুলাল হোসেন (২৬)।
পুলিশ সুপার ইকবাল হোসেন প্রতিবেদকে জানান, নওগাঁ ডিবি ওসি আব্দুর রফিক গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, ভারতের সীমান্ত এলাকা থেকে একটি মিনি ট্রাকের মাধ্যমে নওগাঁর বদলগাছী উপজেলা হয়ে নওগাঁর উপরদিয়ে মিনি ট্রাকদিয়ে মাদকের চালান পারকরা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাটি জানার পর ডিবি পুলিশের একটি দল নওগাঁ শহরের বরুনকান্দি মোড়ে অবস্থান নেয়। এক পর্যায়ে ট্রাকটি আসলে ট্রাকটি থামিয়ে তল্লাশি চালিয়ে ৪টি পেটিতে ১২০ কেজি গাজা উদ্ধার করেন ডিবি পুলিশ। উদ্ধারকৃত গাঁজা গুলোর আনুমানিক মুল্য ২৪ লাখ টাকা বলে জানিয়েছেন। এসময় ট্রাকটিতে থাকা ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন ডিবি। আটককৃত ৩ জনই দীর্ঘদিন থেকে সীমান্ত এলাকা থেকে মাদক দ্রব্য নিয়ে ব্যসা করে আসছিল বলে পুলিশের নিকট স্বীকার করেছে বলেও জানানো হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার সময় পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিং এর মাধ্যমে এসব তথ্য জানান নওগাঁ জেলা পুলিশ সুপার ইকবাল হোসেন । এ ব্যাপারে নওগাঁ সদর মডেল থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে বলেও জানিয়েছেন পুলিশ সুপার।
প্রাইভেট ডিটেকটিভ/২৫এপ্রিল২০১৮/ইকবাল
Share Button

     এ জাতীয় আরো খবর