নওগাঁয় মাদক মামলার ৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন কে গ্রেফতার করেছে জেলার সাপাহার থানা পুলিশ। সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন সাপাহার উপজেলার রায়পুর ত্রিশুলডাঙ্গা গ্রামের আঃ জলিলের পুত্র বলে জানা গেছে।
সাপাহার থানার অফিসার ইনচার্জ শামসুল আলম শাহ জানান, সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাড়িতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে শনিবার দিবাগত রাতে থানার এস আই নাদিম মাহমুদ সঙ্গীয় ফোর্সসহ আসামীর নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামী রুহুল আমিন কে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। পরেরদিন তাকে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়।