মৌলভীবাজার প্রতিনিধিঃ
মৌলভীবাজারে জেলা অটো টেম্পু, বেবী, মিশুক, সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সদ্য নির্বাচিত কমিটির আনূষ্ঠানিক শপথ গ্রহন অনুষ্টান অনুষ্টিত হয়েছে কুসুমবাগ শপিং সিটির হলরুমে গত ২২ এপ্রিল বিকালে। নব-নির্বাচিত সভাপতি পাবেল মিয়া ও সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিমসহ অন্যান্য নেতাদের আনন্দঘন পরিবেশে আনুষ্ঠানিক শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও জেলা আওয়ামীলীগের সদস্য সাইফুর রহমান বাবুল। সভাপতি-সম্পাদকসহ অন্যান্যদের মধ্যে সহ-সভাপতি মোঃ ফয়জুল রহমান ফাজিল, সহ-সভাপতি মোঃ মিলন মিয়া , সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ দিলু, সহ-সাধারণ সম্পাদক শেখ আনোয়ার হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ ইব্রাহিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ লতিফুর রহমান, কোষাধ্যক্ষ ইকবাল হোসেন মাহমুদ,দফতর সম্পাদক মোঃ শেফুল আমীন, প্রচার সম্পাদক মোঃ নজরুল ইসলাম, লাইন সম্পাদক মোঃ আমজাদ হোসেন সাজু এবং সদস্য হিসেবে মোঃ নাজিম আলী, কারী রফিকুল ইসলাম, আব্দুল হামিদ, মোঃ রুকন হোসেন এবং বাদল মিয়া শপথ নিয়েছেন। শপথের পূর্বে নির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বক্তব্য রাখেন- নির্বাচন কমিশনার ও যুবলীগ নেতা সৈয়দ সেলিম হক। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- নির্বাচন কমিশনার ও সিনিয়র সাংবাদিক বকশী ইকবাল আহমদ ও নির্বাচন কমিশনার আস.ম সালেহ সুহেল প্রমুখ। অনুষ্ঠানের পর সদ্য অনুষ্ঠিত জেলা অটো টেম্পু,বেবী,মিশুক,সিএনজি সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন সুষ্টুভাবে সম্পন্ন হওয়ায় জেলা প্রশাসন, পুলিশ সুপার ,জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সহ সকল শ্রমিকদের অভিনন্দন জানান প্রধান নির্বাচন কমিশনার সাইফুর রহমান বাবুল।
প্রাইভেট ডিটেকটিভ/২৪এপ্রিল২০১৮/ইকবাল