-
- অপরাধ, সারাদেশে
- সিরাজগঞ্জে ধর্ষণ মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার
- আপডেট সময় April, 22, 2018, 1:05 pm
- 336 বার পড়া হয়েছে
মোঃ আব্দুল্লাহ আল শামীম সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুরে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত আসামি নুরুল ইসলামকে (৩৮) গ্রেফতার করছে পুলিশ। আজ রবিবার সকালে বর্ণিয়া গ্রামে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। আটক নুরুল ইসলাম একই উপজেলার দেওয়ান তারটিয়া গ্রামের সন্তোষ মণ্ডলের ছেলে।
শাহজাদপুর থানার ওসি (তদন্ত) আসলাম হোসেন জানান, ২০০৪ সালের একটি মামলায় নুরুল ইসলামের বিরুদ্ধে অপহরণরে অভিযোগে ১৪ বছর কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা এবং ধর্ষণের অভিযোগে যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছে আদালত। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। এরপর পুলিশ সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে বর্ণিয়া গ্রাম থেকে তাকে আটক করে। দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।
প্রাইভেট ডিটেকটিভ/২২এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর