-
- অপরাধ, সারাদেশে
- নোয়াখালীতে হাতিয়ায় বাবা গুলিবিদ্ধপ্রতিপক্ষের হামলায় শিশু নিহত
- আপডেট সময় April, 16, 2018, 11:39 am
- 323 বার পড়া হয়েছে
নোয়াখালী প্রতিনিধিঃ
নোয়াখালীর হাতিয়ায় প্রতিপক্ষের হামলায় এক শিশু নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন তারা বাবাও। রবিবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত নীরব উদ্দিন (১০) ওই এলাকার রহমানিয়া ফাজিল মাদ্রাসার পঞ্চম শ্রেণির ছাত্র। তার বাবা মিরাজ উদ্দিন আওয়ামী লীগের রাজনীতির সাথে যুক্ত বলে জানা গেছে। তাকে গুলিবিদ্ধ অবস্থায় নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গুলিবিদ্ধ মিরাজ সাংবাদিকদের জানান, ২০১৫ সালের ডিসেম্বরে হাতিয়া পৌর নির্বাচনে তিনি পৌর আওয়ামী লীগের সভাপতি ছাইফ উদ্দিনের পক্ষে কাজ করেন। তখন থেকেই স্থানীয় এমপি সমর্থকদের সঙ্গে তার বিরোধ চলছিল। তারাই এ হামলার সঙ্গে জড়িত।
প্রাইভেট ডিটেকটিভ/১৬এপ্রিল২০১৮/ইকবাল
এ জাতীয় আরো খবর