June 17, 2025, 10:08 am

সংবাদ শিরোনাম
২০ লাখ টাকা যৌতুকের জন্য লন্ডনী স্ত্রীকে গরম খুন্তি দিয়ে পুড়িয়ে চ্যাকা” ২ আসামীকে সেনাবাহিনী ধরলেও,ছেড়ে দিয়েছে নবীগঞ্জ থানা পুলিশ হবিগঞ্জের নবীগঞ্জে এখনও প্রকাশ্যে ঘুরছে আওয়ামীলীগ নেতাকর্মীরা মাদারীপুরের শিবচরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত বামনায় আইন-শৃঙ্খলা রক্ষায় নিরলসভাবে কাজ করছেন অফিসার ইনচার্জ হারুন অর রশীদ হাওলাদার বজ্রপাতে বেনাপোল স্থলবন্দরের শ্রমিকের মৃত্যু জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে নবীগঞ্জের অলি’র মৃত্যু মাদারীপুরে নিখোঁজের ১৭ দিন পর পাটক্ষেত থেকে মরদেহ উদ্ধার মাদারীপুরের শিবচরে বাসস্ট্যান্ডে ঈদের ছুটি শেষে রাজধানীতে ফিরছে দক্ষিনাঞ্চলের ২১ জেলা মানুষ বেনাপোলের রঘুনাথপুর সীমান্ত এলাকা থেকে স্বামী স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ ডাসারে কপোত-কপোতীকে জিম্মি করে চাঁদা দাবি, গ্রেফতার ১

সুনামগঞ্জে ধানে মড়ক, আতংকিত কৃষক

সুনামগঞ্জ প্রতিনিধিঃ
সুনামগঞ্জে গেলবার ধানের পর মাছে মড়ক দেখা দেয়। পানিতে জন্ম নেয় এ্যামোনিয়া গ্যাস। এবার হাওরে ধানের বাম্পার ফলনের সু-খবর পাওয়া গেলেও কিছু কিছু হাওরে ধানে মড়ক দেখা দিয়েছে। ধানে মড়ক দেখা দেওয়ায় এটি সংক্রমিত হওয়ার ভয়ে দুশ্চিন্তায় পড়েছেন কৃষক। তবে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বলছে ধানে ছত্রাক জনিত রোগ দেখা দিয়েছে। সংক্রমিত জমির পরিমাণ কম। এটি হিসেবের মধ্যে আসে না। ছত্রাক নাশক ঔষুধ ছিটিয়ে ছত্রাক নাশের চেষ্টা চলছে। আশার মধ্যে নিরাশার খবর যেন ক্রামগত বেড়েই চলছে। উদ্বেগ আর আতংক পিছু ছাড়ছেনা। এদিকে তাপদাহ বন্যা ঘুর্ণিঝড় শিলাবৃষ্টি সবই আছে এপ্রিলের পুর্বভাসে। এখবর জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সব মিলিয়ে কৃষকের অনিশ্চিয়তা কাটছে না। উদ্বেগ আর উৎকন্ঠার খবর জানতে হাওরে হাওরে ঘুরে দেখা যায়, ফসলরক্ষা বাঁধ মজবুত হয়েছে। বাঁধের ভয় নেই কৃষকের। বাম্পার ফলন গোলায় তুলতে বুনছেন স্বপ্ন। অপেক্ষার প্রহর গুনছেন ধান পাকা নিয়ে। কিš‘ ধানে মড়ক দেখা দেয়ায় হতাশ হয়ে পড়েছেন কৃষক। মড়কের ভয় তাড়া করছে বুকে। ধানের মড়ক সংক্রমিত হয়ে জমির পর জমি নষ্টের আশংকা করছেন তারা। এ থেকে পরিত্রাণ পেতে মেশিন দিয়ে ছিটিয়ে দিয়েছেন চত্রাক নাশক স্প্রে। তবুও ছাড়ছে না ব্যাধি। কৃষকদের সাথে আলাপ করে জানা গেছে ব্রি-২৮ জাতের হলুদ রং ধানের শীষের নীচের অংশে কালো দাগের মতো। কৃষি অধিদপ্তর সেটিকে ব্লাসরোগ হিসেবে চিহ্নিত করেছেন। প্রবীণরা বলছেন বাপ দাদার আমল থেকে কখনো এ রকম রোগে আক্রান্ত হতে দেখিনি ফসল। এবার পহেলাবার নতুন এ রোগের দেখা মিলে হাওরে। তবে জেলার সব হাওরে এখনো এ রোগ ছড়িয়ে পরেনি। সদর উপজেলার মাইজবাড়ী এলাকার হাওরে ও তাহিরপুরের মাটিয়ান হাওরে এ রোগ ব্যাপক আকার ধারণ করেছে। মাটিয়ান হাওর রক্ষা কমিটির সাধারণ সম্পাদক সিরাজুল হক বলেন, এবার বাঁধের কাজ শক্ত হয়েছে। তবে ভীতি ছড়া”েছ ২৮ ধানের ব্লাস্টরোগের আক্রমণ নিয়ে। মাটিয়ান হাওরে প্রায় ২ হাজার হেক্টর ফসলী জমিতে এ রোগ দেখা দিয়েছে। এটি সংক্রমিত হলে কৃষকের স্বপ্ন খান খান হবে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক স্বপন কুমার সাহা বলেন, ব্রি-২৮ জাতের ধানে এ রোগ দেখা দিয়েছে। এ রোগে আক্রান্ত জমির পরিমাণ কম। এব্যাপারে কৃষকদের সচেতন করতে লিফলেটসহ নানা প্রচারণা চালানো হয়েছে।

 

 

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/১১এপ্রিল২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর