November 15, 2025, 2:09 am

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

কলাপাড়ায় রাখাইন তরুনী নিশি তালুকদার’র ৩ বছরের শিশু অপহৃত; মামলা দায়ের

কলাপাড়া প্রতিনিধি॥
পটুয়াখালীর কলাপাড়ায় রাখাইন তরুনী নিশি তালুকদার’র ৩ বছরের দুগ্ধ পোষ্য শিশু পুত্র অপহরনের ঘটনায় আদালতে দাখিলকৃত নালিশী মামলা আমলে নিয়ে বিজ্ঞ আদালত মহিপুর থানার অফিসার-ইন-চার্জকে এজাহার গ্রহনের আদেশ দিয়েছেন। মঙ্গলবার (৩এপ্রিল) কলাপাড়া সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতের জ্যেষ্ঠ বিচারক মো: মনিরুজ্জামানের আদালত এ আদেশ প্রদান করেন। এনজিও ব্র্যাক’র লিগ্যাল এইড সেল আদালতে নিশির মামলা পরিচালনায় সহায়তা দেয়।

মামলার বিবরন ও আদালত সূত্রে জানা যায়, ঘটনার দিন (৩০ মার্চ ২০১৮) সকালে বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১০ নং ওয়ার্ডের লিমা (২৩), রুবী (২৮) সহ ৫ জন কুয়াকাটা সমুদ্র সৈকতে ভ্রমনে এসে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লীতে আসে এবং নিশি’র শিশু সন্তানকে দেখতে চায়। নিশি সরল মনে তার পুত্র আবিরকে দেখায়। এসময় আসামীরা তার শিশু পুত্রকে কোলে নিয়ে মোটর সাইকেল যোগে দ্রুত চোখের আড়াল হয়ে যায়। নিশি তার শিশু পুত্রকে দেখতে না পেয়ে আর্তচিৎকার শুরু করলে স্থানীয় এক যুবক জানায় দু’মহিলা শিশুটিকে নিয়ে মোটর সাইকেলে চলে গেছে। ঘটনার পর নিশি মহিপুর থানায় জানানোর পর মহিপুর থানা পুলিশ বরিশাল সিটি কর্পোরেশন এলাকা তাদের থানার আওতাভুক্ত নহে বিধায় আদালতে যাওয়ার পরামর্শ দেন। এরপর ব্র্যাক’র মানবাধিকার ও আইন সহায়তা কর্মসূচীর অধীনে ৩০/২০১৮ নং অভিযোগ দায়ের করেন এবং এনজিও ব্র্যাক’র সহায়তায় বিজ্ঞ আদালতে অভিযোগ দায়ের করেন।

ব্র্যাক লিগ্যাল এইড কর্মসূচীর কর্মকর্তা আ: রশিদ জানান, নিশি’র মামলা পরিচালনাসহ সব ধরনের আইনী সহায়তা প্রদানের দায়িত্ব নিয়েছে ব্র্যাক।
প্রসংগত, বরিশাল সিটি কর্পোরেশন এলাকার ১০ নং ওয়ার্ডের আলমগীর সর্দার’র পুত্র রুবেল (২৬) এর সাথে গভীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে কুয়াকাটার কেরানীপাড়া রাখাইন পল্লীর চোচিংলা তালুকদারের কন্যা নিশি’র। ২০১৪ সালে বরিশাল নোটারী পাবলিক কার্যালয়ের এফিডেভিট’র মাধ্যমে বিবাহ বন্ধনে আবদ্ধ হন তারা। এক বছর বরিশালে স্বামীর সংসারে দাম্পত্য জীবন কাটে নিশি’র। তাদের সংসারে জন্ম নেয় শিশু আবীর। এরপর শারিরীক ও মানসিক নির্যাতনে ২০ মে ২০১৫ নিশি-রুবেল’র দাম্পত্য সম্পর্কে বিচ্ছেদ ঘটে।

 

 

প্রাইভেট ডিটেকটিভ/৪মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর