সিলেটে ছাত্রলীগের দ’পক্ষের সংঘর্ষে নিহত ১, আহত ২
ডিটেকটিভ নিউজ ডেস্ক
আধিপত্য বিস্তার নিয়ে সিলেটের টিলাগড় এলাকায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে ওমর আলী মিয়াদ (২৬) নামে এক কর্মী নিহত হয়েছেন। এ সময় নাছিম ও তারেক নামে আরো দুই কর্মী আহত হয়েছেন। গতকাল সোমবার বিকেল সোয়া ৩টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতের লাশ ও আহতদের উদ্ধার করে সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত ওমর আলী মিয়াদ সিলেটের শহরতলীর বালুচর এলাকার আকুল মিয়ার ছেলে। শাহপরান থানার ওসি আক্তার হোসেন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ ঘটনায় ফখরুল ইসলাম নামে একজনকে আটক করা হয়েছে। নিহত ও আহতরা মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক কাউন্সিলার আজাদুর রহমান আজাদ গ্রুপের সদস্য।