November 16, 2025, 10:02 pm

সংবাদ শিরোনাম
ইয়াবা কারবারি ফ্যাসিস্ট সহযোগীরা দাপিয়ে বেড়াচ্ছে হাইওয়ে পুলিশ, নিরাপত্তা ঝুঁকিতে ঢাকা চট্টগ্রাম মহাসড়ক গংগাচড়ায় গজঘন্টা ইউনিয়ন বিএনপি সেক্রেটারির অপতৎপরতায় দিনভর উত্তপ্ত আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন বাঁধে আবারো ধস

 মোঃ আব্দুল্লাহ আল শামীম  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ

সিরাজগঞ্জের চৌহালীতে যমুনা নদী তীর সংরক্ষণ প্রকল্পের আওতায় নির্মাণাধীন বাঁধে আবারো ধস নেমেছে। এর আগে ১৭ মার্চ একই বাঁধের মধ্য খাস কাউলিয়া অংশের ৩০ মিটার ধসে যায়।  এদিকে ১০ দিনের ব্যবধানে একই এলাকায় দ্বিতীয়বারের মতো ধস দেখা দেয়ায় স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে। ২৭ মার্চ মঙ্গলবার ভোরে চৌহালী উপজেলার খাসকাউলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের পশ্চিম পাশে এ ধস দেখা দেয়। সকাল ৭টা পর্যন্ত বাঁধটির প্রায় ২৫ মিটার অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়।খাস কাউলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শহীদ হোসেন ও স্থানীয়রা জানান, ২০১৫ সালে সিরাজগঞ্জের চৌহালী ও টাঙ্গাইল জেলার সাত কিলোমিটার এলাকায় যমুনা নদী তীর রক্ষায় ১০৯ কোটি টাকা ব্যয়ে এ বাঁধ নির্মাণ কাজ শুরু হয়। বাঁধটি নির্মাণের শেষ পর্যায়ে গত বছরের ২ মে ধস দেখা দেয়। এরপর একই বছর ১৬ মে, ৮ ও ২৩ জুন ৩, ৭, ১৯, ২০, ২১ ও ২৩ জুলাই এবং ২২ অক্টোবর এ প্রকল্পটির বিভিন্ন অংশে ধস ও ভাঙ্গন সৃষ্টি হয়।  এ বছরের ১৭ মার্চ খাস কাউলিয়া অংশে ধস দেখা দেয়। ধস রোধে কোনো ব্যবস্থা না নেয়ায় মঙ্গলবার একই এলাকায় ফের ধস দেখা দিয়েছে। বার বার বাঁধটি ধসের কারণে স্থানীয়দের মধ্যে আতংক বিরাজ করছে।চৌহালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আনিসুর রহমান  জানান, খাস কাউলিয়া বালিকা বিদ্যালয়ের পশ্চিমে প্রায় ২৫ মিটার এলাকা ধসে গেছে। পানি উন্নয়ন বোর্ডকে বিষয়টি জানানো হয়েছে।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২৭মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর