গফরগাঁওয়ে কলেজ ছাত্রীকে অপহরণের পর মুক্তিপণ দাবি
ডিটেকটিভ নিউজ ডেস্ক
ময়মনসিংহের গফরগাঁওয়ে মৌমতি আক্তার মৌ নামে এক কলেজ ছাত্রীকে অপহরণ করে মুক্তিপণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় অপহৃতার বাবা মোখলেছুর রহমান গত রোববার রাতে গফরগাঁও থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।
থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার জন্মেজয় গ্রামের ব্যবসায়ী মোখলেছুর রহমানের কন্যা ও ময়মনসিংহ সরকারি মুমিনুন্নিসা কলেজের অনার্স প্রথম বর্ষের ছাত্রী মৌমিতা আক্তার মৌ রোববার সকাল ৭টার দিকে প্রথম দিনের ক্লাস করতে ময়মনসিংহ উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে যায়। বিকেল পৌনে ৫টায় অজ্ঞাতনামা এক ব্যাক্তি মৌ এর মা’র মোবাইল ফোনে মেয়েকে ফিরে পেতে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করেন। এ ঘটনায় পুলিশকে জানালে মেয়ের বড় ধরণের ক্ষতি হবে বলে হুমকি দেওয়া হয়। এরপর থেকে অজ্ঞাতনামা ব্যাক্তির মোবাইল ফোনটি বন্ধ রয়েছে। এদিকে অপহৃতার বাবা মোখলেছুর রহমান জানান, বিভিন্ন আত্বীয়-স্বজনের বাড়িতে মৌয়ের খোঁজ খবর না পেয়ে অবশেষে মেয়েকে উদ্ধারের জন্য থানায় অভিযোগ দায়ের করেছি। এ ব্যাপারে গফরগাঁও থানার ওসি এ.কে.এম মাহবুব আলম জানান, অপহৃতা কলেজ ছাত্রীর বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।