December 28, 2024, 11:34 pm

ওয়াদা দিলেন,ওয়াদা নিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

চট্টগ্রাম প্রতিনিধিঃ

চট্টগ্রামের পটিয়ায় জনসভায় উপস্থিত জনতার কাছ থেকে আগামী নির্বাচনে নৌকায় ভোট দেয়ার ওয়াদা নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে জনগণের অধিকার আদায়ের ওয়াদা দেন তিনি। বুধবার বিকাল ৪টার দিকে চট্টগ্রামের পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তৃতা শুরু করেন প্রধানমন্ত্রী। প্রায় আধাঘণ্টা বক্তব্য দেন তিনি। এসময় নৌকায় ভোট চেয়ে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নৌকায় ভোট দেন, আপনাদের উন্নয়ন দিতে পারব। একমাত্র নৌকায় ভোট দিলেই উন্নয়ন হবে। নৌকায় ভোট দিয়ে ক্ষমতায় আসতে সাহায্য করবেন, হাত তুলে ওয়াদা করেন।’ তিনি নিজে ওয়াদা দিয়ে বলেন, ‘আমার বাবা দেশের জন্য জীবন দিয়ে গেছেন। আমিও আপনাদের অধিকার আদায়ে প্রয়োজনে বুকের তাজা রক্ত দেব। আপনাদের অধিকার আদায়ে আমি যেকোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত।’ জনসভায় শেখ হাসিনা অভিযোগ করে বলেন, ‘২০০১ সালে বিএনপি নেত্রী ভারতের কাছে গ্যাস বিক্রির মুচলেকা দিয়ে ক্ষমতায় আসেন। গ্যাস বিক্রির মুচলেকা না দেয়ায় আমেরিকার ষড়যন্ত্রে আমরা ক্ষমতায় আসতে পারিনি। কারণ, গ্যাস উত্তোলন করতো আমেরিকার কোম্পানি, বিক্রি করতো ভারতের কাছে।’ তিনি বলেন, ‘আমি বলেছিলাম- এটা আমার দেশের জনগণের সম্পদ। জনগণের সম্পদ তাদেরকে বঞ্চিত করে আমি কারও কাছে বিক্রি করতে পারি না।’ এরআগে বিকাল ৩টার দিকে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনসভাস্থলে পৌঁছান। তিনি ৪১ প্রকল্পের উদ্বোধন ও মোনাজাত শেষে মঞ্চ ওঠেন। মঞ্চে উঠে হাত নেড়ে প্রধানমন্ত্রী জনতার অভিবাদন গ্রহণ করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে পৌঁছানোর আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায় জনসভাস্থল পটিয়া উচ্চ বিদ্যালয় মাঠ। দুপুরের পর থেকে জনসভাস্থল ছাপিয়ে আশপাশের সড়ক ও অলিগলিতে অবস্থান নিয়েছে সাধারণ জনগণ।

 

 

 

প্রাইভেট ডিটেকটিভ/২১মার্চ২০১৮/ইকবাল

Share Button

     এ জাতীয় আরো খবর