November 13, 2025, 2:52 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

দিনাজপুরে পুলিশী অভিযানে আটক ১৬

বিশেষ প্রতিনিধি (দিনাজপুর):

দিনাজপুরের ফুলবাড়ীতে পুলিশের বিশেষ অভিযানে ১৬ জনকে আটক করেছে থানা পুলিশ। গত মঙ্গলবার ২ ফেব্রয়ারী রাতে পুলিশ সুপার হামিদুল আলম এর নির্দেশ মোতাবেক ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবীব এর নেতৃতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে মাদকসহ বিভিন্ন  মামলায় ১৬ জনকে আটক করেছে থানা পুলিশ। আটক ব্যাক্তিরা হলেন উপজেলার খয়েরবাড়ী ইউনিয়নের কিসমত লালপুর গ্রামের কৃষ্ণ পদ রায় এর ছেলে জীবন চন্দ্র রায় (২২) একই গ্রামের শ্যামল চন্দ্র রায় এর ছেলে শ্রী সনজয় চন্দ্র রায় (১৮), বেতদিঘি ইউনিয়নের চিন্তামন মধ্য-মহেশপুর গ্রামের মৃত জসিম উদ্দিন এর ছেলে ইউনুস আলী (৫৫) চিন্তামন সাহাপুর গ্রামের মসলেম উদ্দিনের ছেলে মোশারফ হোসেন (৫৩), একই ইউনিয়নের রহমতপুর গ্রামের মজিবর রহমানের ছেলে সাইদ হোসেন (৪২), শিবনগর ইউনিয়নের নারায়ন মূর্মু এর ছেলে জয়রাম মূর্মু (৩৫), একই ইউনিয়নের দেবিপুর গ্রামের গোলজার হোসেন এর ছেলে জুয়েল রানা (২৬), পৌর এলাকার কাঁটাবাড়ী গ্রামের ইদ্রিস আলীর ছেলে তফিকুল(৪৮), মধ্যগৌরী পাড়া গ্রামের মৃত তমিজ উদ্দিন এর ছেলে সিরাজুল ইসলাম গামা (৫৫), বারোকোনা গ্রামের ফারুক হোসেন এর স্ত্রী রোকশানা বেগম (৩০), পশ্চিম গৌরীপাড়া গ্রামের ফজলুর রহমান এর ছেলে আলমগীর হোসেন (৩৫) একই গ্রামের মৃত মছির উদ্দিন এর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামী তছির উদ্দিন (৪৫), উত্তর সুজাপুর গ্রামের পরেশ এর ছেলে ওয়ারেন্টভুক্ত আসামি  নিমাই (৩৫), এলুয়ারী ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের সুপল শরেন এর ছেলে যোসেব শরেন (৩৫) একই গ্রামের সোম কিস্কু এর ছেলে সুনিল কিস্কু (৪৮)। একই সাথে এলুয়ারী ইউনিয়নের মধ্য-জগন্নাথপুর গ্রামের আবু বক্কর মন্ডল এর ছেলে ফেরদৌস মন্ডল(২৮)কে ঐদিন রাতেই র‌্যাপিড একশন ব্যটালিয়ান (র‌্যাব-১৩) কতৃক ১১বোতল ফেন্সিডিলসহ আটক করে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ শেখ নাসিম হাবীব অটকের কথা স্বিকার করে বলেন উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ফেন্সিডিল, গাঁজা, ইয়াবা, দেশি চোলাই মদ, বিদেশি মদ ও বিভিন্ন মাদকসহ আটক করে  তাদের বিরুদ্ধে পৃথক পৃথক ভাবে মামলা দায়ের করা হয়েছে। এ ধরনের অভিযান পরবর্তিতেও অব্যাহত থাকবে। মাদকের ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।

প্রাইভেট ডিটেকটিভ/১ মার্চ ২০১৮/রুহুল আমিন

Share Button

     এ জাতীয় আরো খবর