বেনাপোল থেকে এনামুল হকঃ
বেনাপোল সীমান্তে ৯ পিস স্বর্ণের বারসহ মনিরুজ্জামান (৩৭) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বিজিবি সদস্যরা।
বুধবার (৮ই অক্টোবর)বেলা ১ টার দিকে বেনাপোল পোট থানার পুটখালী গ্রামের উত্তর পাড়া এলাকা থেকে স্বর্ণ সহ তাকে আটক করা হয়।
আটক মনিরুজ্জামান বেনাপোল পোটথানার পুটখালি ইউনিয়নের বালুন্ডা গ্রামের উত্তর পাড়ার আব্দুল কাদেরের ছেলে।
২১বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মোহাম্মদ খোরশেদ আনোয়ার পিবিজি এম পিএস সি জানান গোপন সংবাদের ভিত্তিতে বিওপি একটি টহলদল পুটখালী উত্তরপাড়া নামক স্হানে পাকা রাস্তার পাশ থেকে ৯ পিস স্বর্নের বারসহ মনিরুজ্জামানকে আটক করেন। যার ওজন ১,০৪৯কেজি।যার সিজার মুল্য ১,৮০,৫২,২৪১ টাকা।
উক্ত স্বর্ণের বার গুলো ট্রেজারি অফিস যশোর জমা এবং উক্ত আসামি মনিরুজ্জামানকে বেনাপোল পোট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানান।