ফায়সাল মাহবুব সিলেট-
সিলেটের আখড়াগলি থেকে ৬জন জুয়াড়ীকে গ্রেপ্তার করা হয়েছে।শুক্রবার (৩ অক্টোবর) সিলেট মহানগর পুলিশের গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সাইফুল ইসলাম এ তথ্য জানান।
তারা সবাই পেশাদার জুয়াড়ী এবং চৌকীদেখী আখড়াগলির মাওলানার কলোনি থেকে হাতেনাতে জুয়াখেলা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন ওসমানীনগর থানার শেরপুর গ্রামের মৃত ফিরোজ মিয়ার ছেলে মো. জাবেদ আহমদ মামুন (৩১), সুনামগঞ্জের জামালগঞ্জ থানার গজারিয়া গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে মো. সিরাজ মিয়া (৫১), এয়ারপোর্ট থানার চৌকিদেখী ১নং গলির ২৮নং বাসার খোকন আহমদের ছেলে মুনিম আহমদ রাজু (৩৫), ওসমানীনগর থানার কামারগাঁওয়ের ওহাব উল্লাহর ছেলে মো. কবির মিয়া (৩০), বিয়ানীবাজারের উত্তর দুবাগ গ্রামের আজিমুল আলীর ছেলে ফয়সল আহমদ (৩৫), নগরীর এয়ারপোর্ট থানার খাসদবির এলাকার আব্দুল মজিদের ছেলে মো. রিপন (৩৫)।
তাদের বিরুদ্ধে ননএফআইআর মামলা দায়ের করে সবাইকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেওজানিয়েছেন সাইফুল ইসলাম।