প্রতিবেদক:
“সাংবাদিকদের উপর হামলা মানে জনগণের কণ্ঠরোধের চেষ্টা – দৃষ্টান্তমূলক শাস্তি চাই”
আমরা গভীর উদ্বেগ ও তীব্র ক্ষোভের সাথে লক্ষ্য করছি যে, বৃহস্পতিবার বিকেলে কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহাবাদ গ্রামে দায়িত্ব পালনকালে ৮ জন সাংবাদিকের উপর সন্ত্রাসী হামলা চালানো হয়েছে। এ সময় সন্ত্রাসীরা সাংবাদিকদের উপর অমানবিক নির্যাতন চালিয়ে তাদের মোবাইল ফোন, ক্যামেরা ও নগদ টাকা ছিনিয়ে নেয়।
আহত সাংবাদিকরা হলেন— দৈনিক দিনকাল : পারভেজ সরকার,এশিয়ান টিভি : নেছার উদ্দিন ,দৈনিক আজকের কুমিল্লা : সোহরাব হোসেন,দৈনিক ডাক প্রতিদিন : আনোয়ার হোসেন,দৈনিক আমার দেশ : আবু বক্কর ছিদ্দিক,দৈনিক কালবেলা : জহিরুল ইসলাম মারুফ
দৈনিক ভোরের দর্পণ : শাহজালাল,এটিএন (এমসিএল) নিউজ : সাইফুল ইসলাম সজিব।
সাংবাদিকদের উপর এ ন্যাক্কারজনক হামলা শুধু তথ্য প্রবাহে বাধা নয়, বরং গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। আমরা দৃঢ়ভাবে জানাতে চাই, আজকের এই ঘটনার দৃষ্টান্তমূলক বিচার না হলে দেশের কোথাও সাংবাদিকরা নিরাপদ থাকবে না।
আমরা জোরালোভাবে দাবি জানাই—অবিলম্বে হামলাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তার করতে হবে।আইন অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
আমরা স্পষ্ট করে বলতে চাই—সাংবাদিকদের উপর হামলা মানে জনগণের উপর হামলা। আর কোনো সন্ত্রাসী যেন সাংবাদিকদের দিকে চোখ তুলে তাকাতে সাহস না পায়, সে জন্য কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া এখনই জরুরি।