May 1, 2025, 5:03 am

সংবাদ শিরোনাম
মহান মে দিবস আজ রংপুরে অনুসন্ধানী সাংবাদিককে কাফনের কাপড় পাঠিয়ে হত্যার হুমকি মহাসড়কে গরুবাহী ট্রাক নিরাপদ যাতায়াতে হাইওয়ে পুলিশ বদ্ধপরিকর মৌলভীবাজারে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় আইনগত সহায়তা দিবস ২০২৫ পালিত যশোরে ডাক্তার পরিচয়ে বিয়ের প্রলোভনে ইঞ্জিনিয়ারকে ধর্ষণ মৌলভীবাজারে ডাকাতির ঘটনায় ৫ডাকাতসহ গ্রেফতার-৭: অস্ত্র, গুলি, লুণ্ঠিত টাকা ও স্বর্ণালংকার উদ্ধার বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ ও ৮৯১ এর উদ্যোগে ১৩৯ তম পহেলা মে দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত যশোরে শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি মৌলভীবাজারে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মৌলভীবাজারে কুশিয়ারা নদী ভাঙ্গনের ১৫টি ঘর বিলীন:

কান্নায় অতিষ্ঠ হয়ে নবজাতক কন্যাকে আবর্জনায় নিক্ষেপ করল মা!

অনলাইন ডেস্কঃ

নিজের সন্তানকে কেউ আবর্জনায় ছুঁড়ে ফেলে দিল এক মা। মানসিক অসুস্থ হলে এক কথা ছিল৷ কিন্তু সেই মা ছিল সুস্থ এবং স্বাভাবিক। অবিশ্বাস্য হলেও এমনই ঘটনা ঘটেছে ভারতের রাজধানী দিল্লিতে৷

পুলিশ সূত্রে জানা গেছে, সেই নারীর নাম নেহা৷ তিনি দিল্লির পূর্ব বিনোদপুরের বাসিন্দা৷ তার বিরুদ্ধে অভিযোগ, ২৫ দিনের মেয়ের কান্নায় অতিষ্ট হয়ে তিনি তাকে আবর্জনায় ছুঁড়ে ফেলে দেন৷ পরে সেই নবজাতককে আবর্জনা থেকে উদ্ধার করা হয়৷ গুরুতর আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়৷ সেখানেই সে মারা যায়৷

গতকাল শনিবার এক সিনিয়র পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, এক নারী তার ২৫ দিনের সন্তানকে আবর্জনায় ছুঁড়ে ফেল দেয়৷ সেই নারীর বক্তব্য ছিল মেয়ের কান্না তাঁর সহ্য হচ্ছিল না৷ রাগের বশেই তিনি এমন কাজ করেন৷ নয়াদিল্লির জিটিবি হাসপাতালে সেই নবজাতক মেয়েটি মারা যায়৷

শুক্রবার থেকেই ২৫ দিনের সেই নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছিল না৷ এরপর পুলিশ একটি অপহরণের মামলাও রুজু করে৷ তাদের সন্দেহের তালিকায় প্রথমেই ছিল নেহার নাম৷ কারণ, এক প্রত্যক্ষদর্শী জানিয়েছিলেন নেহাকে তিনি কিছু ছুঁড়ে আবর্জনায় ফেলে দিতে দেখেছিলেন৷ কিন্তু সেটা কী ছিল, তা তিনি জানাতে পারেননি৷ প্রশ্নোত্তর পর্ব চলার সময়ই আবর্জনা স্তুপ খুঁজে দেখা হয়৷ তখনই নবজাতককে দেখতে পাওয়া যায়৷

পুলিশ তাকে উদ্ধার করে এলবিএস হাসপাতালে নিয়ে যায়৷ সদ্যোজাতের দেহের একাধিক হাড় ভেঙে গিয়েছিল৷ মাথাতেও চোট পেয়েছিল সে৷ এলবিএস হাসপাতাল থেকে তাকে জিটিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়৷ সেখানেই শনিবার সেই নবজাতকের মৃত্যু হয়৷

প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা

Share Button

     এ জাতীয় আরো খবর