December 24, 2024, 1:01 am

সংবাদ শিরোনাম
ঢাকা সিটির সাংবাদিকদের নিয়প আলোচনা সভা গৌরনদী মডেল থানায় বরিশাল জেলার বিদায়ী পুলিশ সুপারকে বিদায়ী সংবর্ধনা জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে অসামাজিক কাজে জরিত থাকার অভিযোগে নারী সহ আটক-৩। টঙ্গি ইজতেমার মাঠে হামলার প্রতিবাদ খুনিদের বিচার ও কার্যক্রম নিষিদ্ধের দাবীতে হিলিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ জেলা তথ্য অফিসের উদ্যোগে গৌরনদীতে নারী সমাবেশ অনুষ্ঠিত পটুয়াখালীতে ধানক্ষেত থেকে শঙ্খিনী সাপ উদ্ধার দিনাজপুরে “গমের জাত উন্নয়ন ও খাদ্য নিরাপত্তায় স্পীড ব্রীডিং-এর ভুমিকা” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত পুলিশ ও জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত নিবিড়, পুলিশ ও জনগণ একে অন্যের পরিপূরক-রেজাউল করিম মল্লিক দলের পরিবর্তন হয়েছে চরিত্রের পরিবর্তন হয়নি শায়খে চরমোনাই মুফতি ফয়জুল করীম

মাউন্ট এভারেস্টে ধরা পড়ল ইউএফও!

প্রযুক্তি ডেস্কঃ

ভিন গ্রহের প্রাণীদের নিয়ে মানুষের জল্পনা-কল্পনার শেষ নেই। দিন যত যাচ্ছে, ততই প্রযুক্তির উন্নয়ন ঘটছে। আর তাতেই সামনে আসছে ইউএফও নিয়ে নানা তথ্য। বিভিন্ন প্রান্তে, বিভিন্ন সময় ক্যামেরায় ধরা পড়ছে নানা আশ্বর্য জিনিস। সেগুলো ভিনগ্রহ থেকে আসছে কিনা, তা নিয়ে হয় বিস্তর গবেষণা। এবার বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ মাউন্ট এভারেস্টের মাথায় দেখা গেল সেরকমই একটি জিনিস। নরওয়েতেও দেখা গেছে সেটি।

জানা গেছে, মাউন্টেনিয়ার তথা ফিল্ম মেকার ডেভিড ব্রিশারস এভারেস্টে গিয়ে বেশ কয়েকটি ছবি তোলেন। সেখানেই দেখা গেছে আশ্চর্যজনক একটি বস্তু উড়ছে আকাশে। সেই ছবি প্রকাশিত হতেই ধরা পড়ে ওই বিশেষ জিনিসটি। ছবিটি ২০১২ সালে তোলা হয়েছে। তবে সম্প্রতি ছবিটি নেট দুনিয়ায় আবারও ভাইরাল হয়েছে। ইউএফও হান্টারদের মতে, এটি যে উচ্চতায় উড়ছে, তাতে এর হেলিকপ্টার বা ড্রোন হওয়ার সম্ভাবনা খুবই কম।

২০১৭ সালে প্রকাশিত হওয়া মার্কিন সংস্থা CIA-র গোপন ফাইলে দেখা যাচ্ছে ১৯৬৮ সালে নেপাল ও ভুটানের মাথায় ইউএফও উড়তে দেখা গিয়েছিল।

এদিকে, উত্তর নরওয়ের এক প্রত্যন্ত জায়গায় সাদা রঙের এক অদ্ভুত জিনিস উড়তে দেখা গেছে। সেইসময় নর্দার্ন লাইট দেখার জন্য অপেক্ষা করছিল পর্যটকেরা। সেইসময়ই চোখে পড়ে যায় এটি। বেশ কিছুক্ষণ ধরেই সেটি দেখা যায় বলে জানা গেছে।

Share Button

     এ জাতীয় আরো খবর