November 8, 2025, 4:09 am

সংবাদ শিরোনাম
আগামী জাতীয় নির্বাচনে বিএনপির ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা-মৌলভীবাজারের চার আসনেও মনোনয়ন চূড়ান্ত প্রতীক হিসেবে ‘শাপলা কলি’ নিতে সম্মত এনসিপি বৃষ্টি আর বাতাসে নুয়ে পড়েছে ধানক্ষেত, দুশ্চিন্তায় কৃষকরা ঝিকরগাছায় নাতিজামাই এর হাতে নানা শ্বশুর খুন র‍্যাব-১৩ এর অভিযানে লালমনিরহাটে বিপুল পরিমাণ মাদকদ্রব্য এস্কাফ (ESKuf) ও গাঁজাসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার রোহিঙ্গা ক্যাম্প থেকে রংপুরের মোবারক আলী হত্যা মামলার মূলহোতা গ্রেপ্তার নবীগঞ্জে বার বার মেয়ে প*রকিয়া**য় জড়িয়ে পরার কারণে নিজ হাতে খু*ন করলেন পিতা বেনাপোল সীমান্ত থেকে যুবকের লাশ উদ্ধার। সুনামগঞ্জের ধোপাজান নদীতে রাতের আঁধারে বালু হরিলুট

মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির আয়োজনে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার :

জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক, কথাসাহিত্যিক ও অনুবাদক আফসানা বেগম-এর আগমন উপলক্ষে মৌলভীবাজার পাবলিক লাইব্রেরিতে সাহিত্য আড্ডা অনুষ্ঠিত হয়।

১১ জুলাই শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় লাইব্রেরির সার্বিক অবস্থা, গ্রন্থ সংগ্রহ, পাঠক সেবা ও ভবিষ্যৎ পরিকল্পনা বিষয়ে গুরুত্বপূর্ণ মতামত প্রদান করেন।
সাহিত্য আড্ডায় অতিথি উপস্থিত ছিলেন, প্রধান উপদেষ্টা কার্যালয়ের লেখক ও পরিচালক মাঈনুল হাসান, সাংবাদিক ও লেখক শাহনাজ মুন্নী।

উপস্থিত ছিলেন মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি এর নবগঠিত কমিটির সহ-সভাপতি প্রকৌশলী মো: মোয়াজ্জেম হোসেন, সাধারণ সম্পাদক শাহ্ আবদুল ওয়াদুদ, সাংবাদিক, লেখক ও ছড়াকার আবদুল হামিদ মাহবুব, সহ-সম্পাদক এহসানা চৌধুরী, কোষাধ্যক্ষ জাহেদ আহমেদ চৌধুরী, সদস্য সৈয়দ রুহুল আমীন, আনোয়ার হোসেন দুলাল, মহিদুর রহমান, বিশ্বজিৎ লাল দত্ত।

সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন, শোভাময় রায় এবং অনান্য সদস্য ও প্রবীণ সদস্যবৃন্দ, কবি-সাহিত্যিক ব্যক্তিবর্গ, সাহিত্য অনুরাগী দর্শকবৃন্দ, শিক্ষাবিদ ও এখানকার স্থানীয় পাঠকগণ।

জাতীয় গ্রন্থ কেন্দ্রের পরিচালক আফসানা বেগম তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, তাজউদ্দীন আহমদ ও জুলাই অভ্যুত্থান বিষয়ক প্রতিযোগিতায় মৌলভীবাজার পাবলিক লাইব্রেরির পাঠকদের অংশগ্রহণ ও উৎসাহিত করার জন্যে আহ্বান জানান। ইতিহাস জানার অন্যতম উপায় হলো বই পাঠ। তিনি আরও জানান, জাতীয় গ্রন্থ কেন্দ্র বর্তমানে পাঠকের চাহিদার ভিত্তিতে বই সংগ্রহের নতুন একটি নিয়ম চালু করেছে, যার মাধ্যমে লাইব্রেরি কর্তৃপক্ষ পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী বই সংগ্রহ করতে পারবেন।

পরিচালক জানান, এবার পাঠকদের পছন্দের বইগুলোই সংগ্রহ করা হয়েছে যাতে স্থানীয় লাইব্রেরিতে পাঠকরা সেগুলো পড়ার সুযোগ পান।

তিনি আরও উল্লেখ করেন, মৌলভীবাজার পাবলিক লাইব্রেরি একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান, যা এ বছর ৬৯ বছরে পদার্পণ করেছে। এই উপলক্ষে ভবিষ্যতে একটি বিশেষ অনুষ্ঠান আয়োজনের কথাও তিনি জানিয়েছেন। সবশেষে সকলের সক্রিয় অংশগ্রহণে অনুষ্ঠানটি এক প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর