July 17, 2025, 7:04 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

গণতান্ত্রিক পরিবর্তনে এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার__নাহিদ ইসলাম

মোঃ মিজানুর রহমান, জয়পুরহাট প্রতিনিধি:

বিচার, সংস্কার ও নতুন সংবিধানের দাবিতে জাতীয় নাগরিক পাটির জয়পুরহাটে “দেশ গড়তে জুলাই পথযাত্রার ” সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে জয়পুরহাট শহরের শহিদ ডা. আবুল কাশেম ময়দানে জেলা এনসিপি আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, আমরা ২০২৪ সালে হাসিনা সরকার পতনের জন্য আন্দোলন করেছিলাম, এবারের আমাদের কর্মসূচি নতুন দেশ গঠনে। শুধু শেখ হাসিনার পতন নয়, দেশের রাজনৈতিক ব্যবস্থার পরিবর্তন করতে হবে। শুধু ক্ষমতার পরিবর্তন নয়, মাফিয়া-দুর্নীতি সিস্টেমের পরিবর্তন করতে হবে। কিন্তু গত এক বছরে আমরা সেই পরিবর্তন দেখতে পাইনি। আমরা বিভিন্ন এলাকায় এখনো সন্ত্রাস, চাঁদাবাজ, মাফিয়া সিস্টেম দেখি। এই মুহুর্তে দরকার বিচার ও সংস্কার। এর মাধ্যমে আমাদের গণতান্ত্রিক পরিবর্তনের দিকে যেতে হবে।

এসময় ঢাকা দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন, মোদী সরকার ভারত থেকে মানুষকে বাংলাদেশে পুশ ইন করছে। কিন্তু দিল্লিতে বসে থাকা হাসিনাকে বাংলাদেশে পুশ ইন করছেন না। আমাদের একসঙ্গে কাজ করতে হবে। চারিদিকে ষড়যন্ত্র করা হচ্ছে। সাম্প্রদায়িক উস্কানি দেওয়া হচ্ছে। আমাদের সতর্ক থাকতে হবে।

জাতীয় নাগরিক পার্টির জয়পুরহাট জেলা শাখার প্রধান সমন্বয়কারী ফিরোজ আলমগীরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

এসময় উপস্থিত ছিলেন, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, সদস্য সচিব আকতার হোসেন, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দিন পাটোয়ারী ও জেলা এনসিপির যুগ্ম সমন্বয়কারী ওমর আলী বাবুসহ হাজার হাজার কর্মীরা।

এর আগে একটি পদযাত্রা উপজেলা গেট থেকে বের হয়ে শহিদ ডা. আবুল কাশেম ময়দানের পথসভাস্থলে এসে শেষ হয়।

Share Button

     এ জাতীয় আরো খবর