July 17, 2025, 7:17 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি গঠন।ছিরু মিয়া সভাপতি কাজী ওহিদ সম্পাদক

কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি –

গোপালগঞ্জের মুকসুদপুর প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষনা উপলক্ষে ১ জুলাই মঙ্গলবার সন্ধ্যায় ফরিদ মিয়া কমপ্লেক্সের প্রেসক্লাব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুকসুদপুর প্রেসক্লাবের সভাপতি মো: ছিরু মিয়ার সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক কাজী মো: ওহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি এবং মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া। সভায় বক্তব্য রাখেন মুকসুদপুর প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান,দপ্তর সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া,মুকসুদপুর প্রেসক্লাবের সাবেক সদস্য খ,ম শাহাদাৎ হোসাইন মিজান,
সাংবাদিক কবির হোসেন,মো: মাহফুজ হাসান মৃধা, মো: কাইয়ুম শরীফ, প্রচার সম্পাদক হুসাইন আহম্মেদ কবির ও ইসমাইল হোসেন পান্নু প্রমূখ।

সভায় সর্বসম্মতি সিদ্ধান্ত মোতাবেক প্রধান অতিথি মুকসুদপুর থানা বিএনপির প্রতিষ্ঠাতা আহবায়ক ও সাবেক সভাপতি এবং মুকসুদপুর প্রেসক্লাবের উপদেষ্টা ফরিদ আহম্মেদ মিয়া মো: ছিরু মিয়া (দৈনিক যায়যায়দিন)কে সভাপতি ও কাজী মো: ওহিদুল ইসলাম (দৈনিক ভোরের কাগজ)কে সাধারন সম্পাদক করে ২৫ সদস্য বিশিষ্ট ৩বছর মেয়াদী মুকসুদপুর প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি ঘোষনা দেন। কমিটির অন্য সদস্যরা হলেন (১) সিনিয়র সহ-সভাপতি মো: হাফিজুর রহমান (দৈনিক ঢাকা প্রতিদিন),(২) সহ-সভাপতি কবির হোসেন (দৈনিক সরেজমিন),(৩) সহ-সভাপতি মো: মাহফুজ হাসান মৃধা (দৈনিক দেশ বুলেটিন)(৪)যুগ্ম সাধারন সম্পাদক মো: দেলোয়ার হোসেন মিয়া (দৈনিক আমাদের সময়),(৫)যুগ্ম সাধারন সম্পাদক সামচুল আরেফিন (সাপ্তাহিক জাগ্রত জনতা),(৬) যুগ্ম সাধারন সম্পাদক হুসাইন আহম্মেদ কবির ( দৈনিক ভোরের ডাক),(৭) সাংগঠনিক সম্পাদক আব্দুল কাইয়ুম শরীফ ( দৈনিক কালের সমাজ) (৮) দপ্তর সম্পাদক পরেশ বিশ্বাস দৈনিক কালের কন্ঠ) (৯) প্রচার সম্পাদক মামুন মোল্লা (দৈনিক ভোরের চেতনা) ,(১০) ত্রুীড়া সম্পাদক মো: বাবুল শেখ (দৈনিক সুদীপ্ত চাঁদপুর),(১১) ধর্ম সম্পাদক আবু বক্কর সিদ্দিক (অপারেজয় ২৪ ডট.কম) (১২) তথ্য ও প্রযুক্তি সম্পাদক ইসমাইল হোসেন পান্নু (দৈনিক ভোরের দর্পণ),(১৩) কোষাধক্ষ্য মো: রাজু মিয়া(দৈনিক এশিয়া বাণী) (১৪) আইন বিষয়ক সম্পাদক গোলাম রাব্বী আকাশ (দৈনিক আনন্দ বাজার), (১৫) সাহিত্যিক ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মেহবুবা হোসেন অন্তু(পাক্ষিক মুকসুদপুর সংবাদ) (১৬)কার্যকরী সদস্য নুর আলম শেখ (দৈনিক আজকের জাগরন,)মো: নিয়ামুল ইসলাম (নজরবিডি.কমে),নূর আসাদ মৃধা ( দৈনিক বাঙালী সময়) আশিক উন নুর দিপু (দৈনিক জনপদ),
জান্নাতুল ফেরদৌস পাপড়ী (দৈনিক প্রথম সূর্য্যদয়
),সুমাইয়া নুর প্রভা (দৈনিক বাঙালী বাঙালী খবর
),কামরুল মিয়া (দৈনিক সংবাদ প্রতিদিন) ও সোহেল শেখ (দৈনিক বাংলার আকাশ)।

Share Button

     এ জাতীয় আরো খবর