July 17, 2025, 6:42 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

৩৬ দিন ব্যাপি নানা কর্মসূচীর পালনের উদ্যোগ : মৌলভীবাজার প্রেসক্লাবে জুলাই বিপ্লবের স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন

মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ

জুলাই বিল্পবের আহত ও নিহতদের স্মরণে ৩৬ দিন ব্যাপি নানা কর্মসূচী পালনের উদ্যোগ নিয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব।

এই উপলক্ষে পহেলা জুলাই (মঙ্গলবার) সকালে আহত ও নিহতদের স্মরণে প্রেসক্লাবের কনফারেন্স হলে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরই সাথে ৩৬ দিন ব্যাপি স্থির চিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়।

মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকশী ইকবাল আহমদের সভাপতিত্বে সিনিয়র সাংবাদিক ও এই কর্মসূচীর প্রধান সমন্বয়ক এস এম উমেদ আলী ও মু.ইমাদ উদ দীন এর যৌথ সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ও স্থির চিত্র প্রদর্শনসহ ৩৬ দিন ব্যাপী কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা বিএনপি আহবায়ক, সাবেক পৌর মেয়র মো: ফয়জুল করিম ময়ুন।

সাংবাদিক মুক্তাদির আহমদের কুরআন তেলাওয়াতের মধ্যে দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা জামায়াতের আমীর ইঞ্জিনিয়ার শাহেদ আলী, হেফাজতে ইসলামের জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী,খেলাফত মজলিস কেন্দ্রীয় কমিটির আন্ত:র্জাতিক বিষয়ক সম্পাদক মাওলানা আহমেদ বেলাল,ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মৌলভীবাজার সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস,খেলাফত মজলিসের জেলা আমীর মাওলানা ফখরুল ইসলাম, বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মুফতী মাওলানা হাবিবুর রহমান কাসেমী, জেলা বিএনপির আহবায়ক কমিটির সিনিয়র সদস্য বকসী মিছবাহ উর রহমান, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব সৈয়দ হুমায়েদ আলী শাহীন,সিলেট বিভাগীয় ইমাম সমিতির সেক্রেটারী অধ্যক্ষ মাওলানা শেখ আব্দুল হক, পৌর বিএনপির আহবায়ক সৈয়দ মমসাদ আহমদ,পৌর জামায়াতের আমীর প্রভাষক মো: তাজুল ইসলাম,সিনিয়র সাংবাদিক আজাদুর রহমান আজাদ ও এম এ হামিদ, ছাত্রশিবিরের জেলা সভাপতি তারেক আজিজ,জেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক আকিদুর রহমান সোহান,বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক,আইনজীবী ও সাংবাদিক নিয়ামুল হক,জাতীয় ছাত্র সমাজের কেন্দ্রীয় সহ-সভাপতি ও মৌলভীবাজার জেলা সভাপতি মো: আব্দাল হোসাইন,বৈষম্য বিরাধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও কেন্দ্রীয় সংগঠক জাতীয় যুবশক্তি (যুব উইং এনসিপি) জাকারিয়া ইমন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক ও সমাজকর্মী কাজী মঞ্জুর আহমেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে জেলার অন্যতম সমন্বয়ক ও মাঠে নির্যাতিত (গুরুতর আহত) সক্রিয় কর্মী আরিফ আহমদ প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মরণে দাঁড়িয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। আলোচনা সভা শেষে জুলাই বিল্পবে আহত ও নিহদের স্মরণে দোয়া পরিচালনা করেন হেফাজতে ইসলামের জেলা আহবায়ক অধ্যক্ষ মাওলানা জামিল আহমদ আনসারী। প্রেসক্লাবের ৩৬ দিনের কর্মসূচি গুলো হলো আন্দোলনের সময়ে ঘটনা প্রবাহের নানা বেদনাময়ী ও নির্মম দৃশ্যের ছবি নিয়ে ৩৬ দিন ব্যাপি স্থির চিত্র প্রদর্শনী, আলোচনা সভা ও দোয়া মাহফিল, আন্দোলনকারী ছাত্র-জনতার বিভীষিকাময় ওই দিনগুলোর স্মৃতিচারণ, ভিডিও চিত্র প্রদর্শণ, শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক বিতর্ক প্রতিযোগিতা, শিক্ষার্থীদের বিষয় ভিত্তিক চিত্রাংকন প্রতিযোগিতা, স্বরচিত কবিতা আবৃত্তি, স্মৃতিতে আন্দোলনের দিনগুলো, আন্দোলনের সফলতা, স্বৈচারের পতন ও বিজয়ের স্মৃতিকথা, ছড়া ও কবিতা গ্রন্থের প্রকাশনা। শেষ দিন ৫ আগস্ট দেশাত্মবোধক ও জাগরণী সংগীত নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান।

Share Button

     এ জাতীয় আরো খবর