অনলাইন ডেস্কঃ
অক্সফামের পর যৌন কেলেঙ্কারির কারণে সমালোচিত হচ্ছে আন্তর্জাতিক দাতব্য সংস্থা রেড ক্রস। এরইমধ্যে প্রতিষ্ঠানটির ২১ কর্মীকে চাকরিচ্যুত এবং পদত্যাগে বাধ্য করা হয়েছে।
২০১৫ সালের পর থেকে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রসের এসব কর্মী অর্থের বিনিময়ে যৌনকর্মী ভাড়া করেছে।
এর আগে অক্সফামের কর্মীদের বিরুদ্ধে যৌন হয়রানি ও অশালীন আচরণের অভিযোগ উঠে। রেড ক্রসের মহাপরিচালক ইভ ড্যাকোর্ড শুক্রবার বলেছেন, ‘আমরা যেসব মানুষ ও সম্প্রদায়কে সেবাপ্রদান করে থাকি এ ধরনের আচরণ তাদের প্রতি প্রতারণার সামিল। এটি মানবিক মর্যাদার বিরুদ্ধে। এসব প্রতিরোধে আমাদের আরও বেশি সাহসী হতে হবে।’ সূত্র : সিএনএন
প্রাইভেট ডিটেকটিভ/২৫ ফেব্রুয়ারি ২০১৮/মেধা