সকালে- বিকেলে গ্রামের মেঠো পথ দিয়ে ২/৩ জন স্কুল পড়ুয়া ছাত্র স্কেক্টিং জুতা পড়ে রাস্তা দাপিয়ে বেড়ায়, চোখের পলকে তারা দুর থেকে দুর্দান্তে চলে যায়। দৃশ্যটি চোখে পড়ল গতকাল (৩১মে শনিবার) সকালে সোনাতলা উপজেলা সংলগ্ন স্টেডিয়াম মাঠের রাস্তায়।
যদিও শহরে স্কেটিং জুতা পরে চলাচল অনেকেরই নজরে পড়ে কিন্তু গ্রাম পর্যায়ে এখনো সেভাবে সাড়া ফেলেনি স্কেটিং জুতায় চলাচলে। ফলে জুতার দৌড় দেখার জন্য তাদের দিকে চেয়ে থাকে আম জনতা। এরা হলেন, সোনাতলার কোলঘেঁষা সাঘাটার শিমুলবাড়ি গ্ৰামের নুরুল ইসলাম এর ছেলে রাকিব হাসান(১৫) ও মহিদুল হাসান এর ছেলে রাইয়ান হাসান(১৫)। শিক্ষার্থী রাকিব হাসান বারোকোন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্র এবং রাইয়ান হাসান মংলার পাড়া দাখিল মাদ্রাসা নবম শ্রেণীর ছাত্র।রাইয়ান হাসান জানালেন, স্কেটিং জুতা পায়ে পড়ে দেশ বিদেশে রাস্তায় চলাচল করার ভিডিও মোবাইলে দেখে সেখান থেকে আমার ও ইচ্ছে জাগে।
পরবর্তীতে বাবার সঙ্গে বগুড়া শহরে গিয়ে পনেরো হাজার টাকায় দুটি জুতা কিনে নেই।
আমি একই সময়ে বিশ্রাম ছাড়া ২৫ কিলোমিটার পর্যন্ত পথ স্কেটিং জুতায় চলেছি।
তবে এই জুতা পড়ে পথচলা প্রচন্ড পরিশ্রমের। এই জুতা পায়ে পথ চলতে পায়ে ও হাঁটুতে প্রচন্ড চাপ দিতে হয়। তারা জানান প্রতিদিন গড়ে দশ কিলোমিটার পথ চলাচল করি। এটি শিখতে গিয়ে কয়েকবার নিয়ন্ত্রণ হাঁড়িয়ে হাটু সহ মাঝায় আঘাত পেয়েছি। রাইয়ান আরো জানান, আমি তো শিখেছি এ ছাড়াও প্রায় দশ জন বন্ধুদের স্কেটিং জুতায় পথ চলাচল করা শিখাইছি।