July 17, 2025, 7:07 am

সংবাদ শিরোনাম
গোপালগঞ্জে এনসিপির সমাবেশকে কেন্দ্র করে দফায় দফায় সংঘর্ষ, গুলিতে নিহত- ৪, শতাধিক আহত গোপালগঞ্জে হামলার প্রতিবাদে জয়পুরহাটে এনসিপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ উত্তপ্ত গোপালগঞ্জ,১৪৪ধারা জারি জামালপুরে ভারতীয় ৪ লাখ ৭৪ হাজার ব্লেড উদ্ধার, আটক ২ সাংবাদিক স্বপ্না আক্তারের উপর হামলার প্রতিবাদে ডোমারে মানববন্ধন কমলগঞ্জে ময়ূর মিয়া হত্যার রহস্য উদঘাটন:আলামত সহ মূল আসামী গ্রেফতার শেরপুরে সরকারি অফিস আদালতে সাবেক ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্ত্বা রয়েছে এখনও বলেন হযরত আলী বেনাপোল বন্দরে চাকরির রক্ষায় ঘুষ দাবির অভিযোগ। বিপাকে ১২৯ জন নিরাপত্তা কর্মী মাদারীপুর দরগা শরীফে দুদকের অভিযান ‎ ‎ চার খলিফার লুটপাটে উন্নয়ন বঞ্চিত ছিলো মৌলভীবাজার- এম নাসের রহমান

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি এর নেতৃত্বে দালাল মুক্ত: পাসপোর্টযাত্রী সেবার মানবৃদ্ধি

বেনাপোল থেকে এনামুলহকঃ

বেনাপোল চেকপোষ্ট কাস্টমস যখন সরকারের রাজস্ব আয় বৃদ্ধি ল্যাগেজ বহির্ভুত পণ্য আটক, পাসপোর্টযাত্রীদের সেবার মান বৃদ্ধি বহিরাগত প্রবেশ বন্ধ তখন স্বার্থম্বেসী একটি মহল বেপরোয়া হয়ে উঠে মিথ্যা ভুয়া তথ্য সরবরাহ করার অভিযোগ উঠেছে। চেকপোষ্ট কাস্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি ও কাষ্টমস সহকারী রাজস্ব কর্মকর্তা বদিউজ্জামান, শহিদুল ইসলাম,ইমাম হোসেন এসব কাজে তৎপরাতা এনে ঘুষ দুর্নীতি এবং দালাল মুক্ত পরিবেশ করে কাজ করছেন তখন একটি স্বার্থম্বেসী মহল উক্ত ১জন রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির বিরুদ্ধে মিথ্যা বানোয়াট ও উদ্দেশ্য প্রনীত সংবাদ পরিবেশন করে কাজের উৎসাহ হৃাস করাচ্ছে বলে জানা গেছে।

প্রাপ্ত তথ্য সুত্রে এবং সরেজমিনে জানা গেছে ইতিপুর্বে বেনাপোল চেকপোষ্টে কাস্টমস এবং ইমিগ্রেশনে এক শ্রেনীর বহিরাগত লোক প্রবেশ করে নানা ধরনের সহযোগিতার আশ্বাস দিয়ে যাত্রীদের নিকট থেকে অর্থ হাতিয়ে নিত। এসকল অপকর্ম চেকপোষ্টে দায়িত্বরত কাষ্টমস রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি, সহকারী রাজস্ব বদিউজ্জামাল, ইমাম হোসেন,ও শহিদুল ইসলাম রোধ করেন। উক্ত রাজস্ব কর্মকর্তা সিপাই, এ আরওদের কঠোর নির্দেশনা দেন যেন বহিরাগত কোন লোক কাস্টমসে প্রবেশ করতে না পারে। তারা এখানে প্রবেশ করলে দেশী বিদেশী পর্যটকদের চোখে পড়বে এবং দেশের ভাবমুর্তি নষ্ট হবে। সেই থেকে চেকপোস্ট কাস্টমস এর সকল সদস্য কড়াকড়ি আরোপ করায় বহিরাগত মুক্ত হয়। বাড়ে যাত্রী সেবার মান।

ওই সকল বহিরাগত দালাল কাস্টমস বাউন্ডারীতে প্রবেশ করতে না পেরে তারা রাজস্ব কর্মকর্তা আব্দুল গনির নামে মিথ্যা তথ্য সরবরাহ করে অললাইনসহ বিভিন্ন পত্র পত্রিকায় নিউজ করছে।

আর এই সব মনগড়া প্রকাশিত সংবাদ মিথ্যা বানোয়াট এবং উদ্দেশ্যপ্রনীত বলে মন্তব্য করেন উক্ত কাষ্টমস এর রাজস্ব কর্মকর্তা ও সহকারী রাজস্ব কর্মকর্তাবৃন্দ।

আমাদের পত্রিকার প্রতিনিধি মোঃএনামুলহক বলেন, বর্তমান বেনাপোল চেকপোষ্ট কাস্টমস দালল মুক্ত করায় যাত্রী সেবার মান বেড়েছে।এবং দালান মক্ত পরিবেশে এ পথে পাসপোর্ট যাত্রী যাতায়াত করছে। এখানে তেমন কোন দুর্নীতি চোখে পড়ে না।

চেকপোষ্ট কাস্টমস এর রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন ,আমরা স্বচ্ছতা ও জবাবদিহীতার মধ্যে কাজ করছি। এখানে সরকারের রাজস্ব আয় যাতে আরও বেশী আহরন হয় সেই লক্ষে কাজ করে যাচ্ছি। তিনি বলেন যারা ভারতে গমন করে অতিরিক্ত পণ্য নিয়ে আসে তাদের ল্যাগেজ সুবিধা দিয়ে বাকি পণ্য শুল্কের আওতায় এনে ও সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পেয়েছে। তিনি আরো বলেন গত ৩ মাসে পাসপোর্ট যাত্রীদের অতিরিক্ত মালামাল (আটক) ডিএম করা হয়েছে ৩ হাজার ৩টি।। ফলে পাসপোর্ট যাত্রীদের ল্যাগেজ সুবিধা দিয়ে অতিরিক্ত মালামালের ডি এম (আটক) সংখ্যা দাড়িয়েছে ৩ হাজার ৩টি। ডিএম কৃত এসব মালামালের মধ্যে রয়েছে,শাড়ি৷থ্রীপিচ,৷ কসমেটক,কম্বল সহ বিভিন্ন প্রকারের ভারতীয় মালামাল।

পাসপোর্ট যাত্রীদের এসব ডি এম কৃত( আটক) মালামাল বেনাপোল কাষ্টমস হাইজ থেকে নিয়ম অনুসারে সরকারি রাজস্ব পরিশোধ করে পাসপোট যাত্রীরা ছাড় নিয়ে থাকে। ফলে এই খাত থেকে ও সরকারের মোটা অংকের রাজস্ব আয় হয়। রাজস্ব কর্মকর্তা আব্দুল গনি বলেন, এসব কারনে বহিরাগতরা হয়ত কোন সুযোগ সুবিধা করতে না পেরে আমাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য সরবরাহ করছে। এতে আমরা বিচলতি নই। কারন এখানে কি হচ্ছে তা দেখার জন্য সিসি ক্যামেরা সহ কাস্টমস গোয়েন্দা সহ সরকারের বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোক রয়েছে। আমি শুধু অনুরোধ করব সংবাদ পত্র থেকে মানুষ সত্য ঘটনা আশা করে । তাই সংবাদ পত্রের উচিৎ সকল ঘটনা দেখে শুনে যাচাই বাছাই করে সত্য ঘটনা প্রকাশ করা।

Share Button

     এ জাতীয় আরো খবর