June 24, 2025, 12:10 am

সংবাদ শিরোনাম
সুনামগঞ্জে সেনাবাহিনী-অস্ত্রধারীদের গোলাগুলি, ৪ জন আটক যশোরে মাদক মামলায় বেনাপোলের দু’জনের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ঢাকার কামরাঙ্গীচর যেন অনিয়মের দূর্গ সিরাজগঞ্জে কাব স্কাউটদের কাব কার্ণিভাল অনুষ্ঠিত বেনাপোল কাষ্টমস হাউজে ফের কলমবিরতি চলছে গাইবান্ধার সাদুল্লাপুরে প্রতিবেশীর ঝুঁকিপূর্ণ পুরনো ৬টি গাছের নিচে মৃত্যু ঝুঁকিতে সাংবাদিক পরিবারের বসবাস, আতঙ্কে ব্যবসায়ীরা! ইউএনও’র তদন্ত ‘দায়সারা’ ভারতীয় পন্যসহ ৩ জনকে আটক করেছে শেরপুর ফাঁড়ি পুলিশ ভারতে যাওয়ার পথে বেনাপোলে আটক “তারাগঞ্জ উপজেলা চেয়ারম্যান” আনিছুর রহমান গৌরনদীতে ঝুঁকিপূর্ণ আয়রন ব্রিজে পারাপার এলাকাবাসী ও বিদ্যালয়মুখী মানুষের চরম দুর্ভোগ বামনায় নবগঠিত গভনিং বডির অভিষেক অনুষ্ঠান

সিলেটে গন অধিকার পরিষদের নেতাকে নিয়ে বৈঠকে! নবীগঞ্জের ইউপি চেয়ারম্যান রানাকে জনতা আটক করে পুলিশে সোর্পদ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধিঃ-

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার করগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাধারণ সম্পাদক নির্মলেন্দু দাশ রানাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে জনতা।

গতকাল মঙ্গলবার (১৩ মে) রাত ১০টার দিকে রানা
দাশ সিলেট নগরীর রিকাবী বাজার এলাকার একটি রেস্টুরেন্টে রাতের খাবার খেতে গিয়ে এ ঘটনা ঘটে।
জানাযায়, গন অধিকার পরিষদের কেন্দ্রীয় কমিটির যুন্ম সাধারণ সম্পাদক ও নবীগঞ্জ গন অধিকার পরিষদের আহবায়ক আবুল হোসেন জীবনের নেতৃত্বে কয়েকজন আওয়ামীলীগ নেতাদের নিয়ে গোপন একটি বৈঠক করার জন্য সিলেট নগরীর ফাতেমা রেস্টুরেন্টে রাতের খাবার খেতে যান নির্মলেন্দু দাশ রানা ও আওয়ামীলীগের কয়েকজন নেতা। সেখান থেকে বের করে জনতা তাকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন। নির্মলেন্দু দাশ রানা (৪৫) নবীগঞ্জ পৌর আওয়ামী লীগের বহিষ্কৃত সাবেক সাধারণ সম্পাদক ও করগাঁও ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান।

বুধবার (১৪ মে) পুলিশ তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেন।
এ বিষয়টি নিশ্চিত করেন, সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিগত ২০১৪ সালে জামায়াতে ইসলামীর মিছিলে হামলার ঘটনায় জড়িত অভিযোগে নির্মলেন্দু দাশ রানাকে প্রধান আসামি করে আওয়ামীলীগের ২৬ নেতার বিরুদ্ধে নবীগঞ্জ থানায় গত ২০২৪ সালের ১৪ সেপ্টেম্বর মামলা করেন, জামায়াত সদর ইউনিয়নের সভাপতি শাহ মো: আলাউদ্দিন। এতে, এজাহারভুক্ত প্রধান আসামি রানা হওয়ায় সে চলে যায় আত্মগোপনে। পরবর্তী সময়ে জামায়াতের নেতা শাহ আলাউদ্দিন এর সাথে টাকার বিনিময়ে মামলাটি আপোষের অভিযোগ ওঠে। অভিযোগের সত্যতা পাওয়ায় শাহ আলাউদ্দিনকে বহিষ্কার করে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এরপর ঢাকায় বৈষম্যবিরোধী আন্দোলনে হামলার ঘটনায় রানাকে আসামি করে আরেকটি মামলা করা হয়। ঐ মামলায় গতকাল মঙ্গলবার রাত ১০টার দিকে রিকাবীবাজার এলাকায় ফাতেমা রেস্টুরেন্টে খেতে যান রানাসহ নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের কয়েকজন নেতা।

এ সময় নবীগঞ্জের কয়েকজন ছাত্রনেতা রানাকে দেখে সেখান থেকে বের করে পিটিয়ে আহত করেন। এ ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের লামাবাজার পুলিশ ফাঁড়ির এস,আই আলী হোসেনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে রানাকে উদ্ধার করেছেন।

এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার ওসি জিয়াউল হক বলেন, ‘জনতার হাতে আটক ওই আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে জুলাই আগস্ট আন্দোলনে ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে একাধিক মামলা রয়েছে। তবে, আর কোন মামলা আছে কি না তা খতিয়ে দেখা হবে। আইনি ব্যবস্থা শেষে তাকে আদালতে পাঠানো হবে।

Share Button

     এ জাতীয় আরো খবর