-
- আন্তর্জাতিক
- কাবুলে আত্মঘাতী বোমা হামলায় হতাহত ৭
- আপডেট সময় February, 24, 2018, 2:45 pm
- 225 বার পড়া হয়েছে
আন্তর্জাতিক ডেস্কঃ
আফগানিস্তানের রাজধানী কাবুলের কূটনৈতিক এলাকার কাছে শনিবার আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে একজন নিহত ও ছয়জন আহত হয়েছে। কর্মকর্তারা একথা জানান। খবর এএফপি’র।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাজিব দানিশ এএফপি’কে বলেন, ‘আজ সকালে এক আত্মঘাতী বোমা হামলাকারী কাবুলের শাশ দারাক এলাকায় নিজেকে উড়িয়ে দিলে একজন নিহত ও অপর ছয়জন আহত হয়।’
নাম প্রকাশ না করার শর্তে নিরাপত্তা বাহিনীর এক সূত্র জানায়, আফগান গোয়েন্দা সংস্থার জাতীয় নিরাপত্তা অধিদপ্তরের (এনডিএস) একটি কম্পাউন্ডের কাছে এ বিস্ফোরণ ঘটানো হয়। এনডিএস কম্পাউন্ডটি ন্যাটো সদরদপ্তর ও মার্কিন দূতাবাসের কাছে অবস্থিত।
কাবুলে সর্বশেষ এ হামলার দায়িত্ব তাৎক্ষণিকভাবে কেউ স্বীকার করেনি। বাসস।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা
এ জাতীয় আরো খবর