হাসানুজ্জামান কলকাতা:
উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাট প্রাণ কেন্দ্রে টাউন হল থেকে ঠিক রাত বারোটা এক মিনিটে প্রায় পাঁচ কিলোমিটার বসিরহাটের বুদ্ধিজীবী সাহিত্যিক থেকে শুরু করে সর্বদল সমন্বয়ে মানুষের হাতে ভাষা শহীদদের স্মৃতির উদ্দেশ্যে মোমবাতি মিছিল টাউন হল থেকে ইটিন্ডা রোড তারপর বসিরহাট শহীদ বেদীতে মাল্যদান করেন।
বিশিষ্ট সমাজকর্মী ছন্দক বাইন ,সোনালী শীল, কৌশিক দত্ত,রাজা ভৌমিক ১৯৫২ সালে ভাষা আন্দোলনের ডাক দিয়েছিল ঢাকার রাজপথে মিছিল করে বাংলা ভাষার স্বীকৃতি দাবিতে এই আন্দোলন সংগঠিত হয়েছিল। সেই সময় প্রতিবাদে আন্দোলনে নেমেছিল বরকত জব্বর রফিক সালাম এই চার যুবক রাজপথে গুলিবিদ্ধ হয়ে মারা গিয়েছিল সেদিন থেকে ভাষা আন্দোলন ছড়িয়ে বলেছিল সারা বিশ্বে।
১৯৯৯ সালের ১৭ ই নভেম্বর আন্তর্জাতিক ভাষা দিবস স্বীকৃতি দেয় রাষ্ট্রসংঘ প্রতিবছর ২১,শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক ভাষা দিবস পালিত হয় শুক্রবার। সেই দিনটাকে মাথায় রেখে সারা বিশ্বে একুশে ফেব্রুয়ারি মাতৃ ভাষা দিবস পালিত হয়। সেই ছবি দেখা গেল ভারত বাংলাদেশ সীমান্ত শহর বসিরহাটে।
আজ সারাদিন বিভিন্ন স্কুলের ছাত্র-ছাত্রী শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে সমাজের গুণীজনরা প্রভাব পেরির মধ্য দিয়ে শহীদ বেদীতে মাল্যদান পুষ্পর্গ নিবেদন করেন সেখানে ভাষা শহীদদের উদ্দেশ্যে স্মরণ করে গান গান পাশাপাশি প্রতিবছরের মতো এ এ বছরও তাদের আত্ম বলিদান এর কথা স্মরণ করিয়ে দেন বিশেষ এই দিনটাকে উদযাপিত করেন।