অনলাইন ডেস্কঃ
বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সংবিধানে বলা আছে প্রজাতন্ত্রের মালিক দেশের জনগণ। কিন্তু সরকারের আচরণ দেখলে মনে হয়, প্রজাতন্ত্রের মালিক এখন জনগণ নয় আওয়ামী লীগ।
তিনি আজ বেলা ১২ টায় বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন।
মির্জা ফখরুল বলেন, আজ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করে পুলিশ প্রমাণ করেছে দেশে এখন দুঃশাসন চলছে। আজ আমরা যখন শান্তিপূর্ণ কর্মসূচি করতে গেলাম তখন আমিসহ আমাদের দলের সিনিয়র নেতাদের উপরে রঙিন পানি বর্ষণ করা হয়। নির্বিচারে আমাদের নেতাকর্মীদের উপর হামলা করে তাদের গ্রেফতার করা হয়।
সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমেদ, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাসসহ সিনিয়র নেতারা উপস্থিত ছিলেন।
প্রাইভেট ডিটেকটিভ/২৪ ফেব্রুয়ারি ২০১৮/মেধা