-
- আঞ্চলিক সংবাদ, জেলা সংবাদ
- গোপালগঞ্জে যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত
- আপডেট সময় February, 18, 2025, 6:15 pm
- 19 বার পড়া হয়েছে
কাজী ওহিদ-গোপালগঞ্জ জেলা প্রতিনিধি-
নানা আয়োজনের মধ্যদিয়ে গোপালগঞ্জে দৈনিক যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত হয়েছে।
১৮ ফেব্রুয়ারি মঙ্গলবার বেলা ১১টায় গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাটা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিক উজ্জামান কেক কর্তন করেন।
দৈনিক যুগান্তরের জেলা প্রতিনিধি এস এম হুমায়ূন কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের মোজাম্মেল হোসেন মুন্না,মুক্তিযোদ্ধা আবুল বাশার,কবি ও সাংবাদিক রবীন্দ্রনাথ অধিকারী,কাশবন সাহিত্য পত্রিকার সম্পাদক কবি মিন্টু হক,বাংলাদেশ প্রতিদিনের আমিনুল হাসান শাহিন, গোপালগঞ্জ টেলিভিশন জার্নালিষ্ট এ্যাসোসিয়েশনের সভাপতি মাহবুব হোসেন সারমাত, প্রেসক্লাবের সভাপতি জুবায়ের হোসেন, যায়যায়দিনের নজরুল ইসলাম।
এছাড়াও উপস্থিতি ছিলেন এটিএন বাংলার চৌধুরী হাসান মাহমুদ,বাসসের জেলা প্রতিনিধি লিয়াকত হোসেন লিংকন,সময় টিভির জয়ন্ত শিরালী,চ্যানেল-এস টেলিভিশনের গোপালগঞ্জ জেলা প্রতিনিধি কাজী মাহমুদ,আর টিভির আব্দুল্লাহ আল মামুন, সাংবাদিক সলিল বিশ্বাস মিঠু,মাছরাঙ্গা টিভির সাবেদ আহমেদ,এশিয়ান টিভির সৈকত হোসেন, প্রথম আলোর নতুন শেখ,দেশ টিভির জাবেরুল ইসলাম,নাগরিক টিভির আশিক জামান,জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপটন,বিএনপি নেতা মাসুদ শেখ ও নুর ইসলাম শেখ প্রমুখ। এ সময় বক্তারা যুগান্তরের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
এ জাতীয় আরো খবর