শামীম ইকবাল চৌধুরী, নাইক্ষ্যংছড়ি(বান্দরবান)থেকে::
অবশেষে লামায় অপহৃত ২৬ শ্রমিককে মুক্তিপণের বিনিময়ে ছেড়ে দেয়া হয়েছে। আরাফাত রাবার বাগানের মালিক মোঃ ফোরকান জানান, তার বাগানের ১২ জনকে মুক্ত করতে ৩ লাখ আর বাকী ৫ বাগানের ১৪ জনকে মুক্ত করতে ৭ লাখ টাকা মোট ১০ লাখ টাকা মুক্তিপণ দিতে হয়েছে।
জিম্মিদের বেশি মারধর করা হয়েছে। উদ্ধারের পর তাদের এখন কক্সবাজার জেলার ঈদগাঁ উপজেলা হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
লামা থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদাৎ হোসেন ২৬ শ্রমিক মুক্তির বিষয়টি নিশ্চিত করেন।