March 21, 2025, 10:53 am

সংবাদ শিরোনাম
কুড়িগ্রামে ১৭ বছর বয়সী এক কিশোরীকে ১৮ দিন বাড়িতে আটকে রেখে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মৌলভীবাজার এসোসিয়েশন অব মিশিগানের ইফতার মাহফিল সম্পন্ন জৈন্তাপুরে ২৫শে মার্চ গনহত্যা দিবস ও ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রস্তুতি সভা শার্শার বৃদ্ধা হত্যা মামলার আসামী নারায়নগঞ্জ হতে আটক জামালপুরে তিস্তা নদী আমার অধিকার-সমস্যা ও প্রতিকার শীর্ষক সংবাদ সম্মেলন বান্দরবানে স্কুল পড়ুয়া ছাত্রীকে গনধর্ষনে অভিযোগ ৪ জনকে গ্রেফতার সিলেটে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত সরকারের সহকারী এ্যাটর্নি জেনারেল নিযুক্ত হলেন মোংলার কৃতি সন্তান মনিরুজ্জামান ৫ দফা দাবীতে মানববন্ধন করেছে নীলফামারীর মসজিদভিত্তিক গণশিক্ষা কেন্দ্রের শিক্ষকরা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ফ্যাসিস্টের দোসর

গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনে পাঁচটি সাংবাদিক সংগঠন বিলুপ্ত ঘোষণা

নতুন  কমিটি  আহবায়ক গিয়াস, মনির, জহির 

গৌরনদী প্রতিনিধি।। বরিশাল জেলার উত্তর জনপদের ঐতিহ্যবাহী গৌরনদী প্রেসক্লাবের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে সাংবাদিকদের ঐক্যবদ্ধ করার মাধ্যমে গৌরনদী প্রেসক্লাব পুর্ণগঠনের জন্য স্থানীয় পাঁচটি সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দকে নিয়ে ঐক্য প্রক্রিয়া গঠণ করা হয়েছে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনের উদ্যোগে কয়েকদফা বৈঠক শেষে রোববার রাতে গৌরনদী উপজেলার পাঁচটি সাংবাদিক সংগঠণকে বিলুপ্ত ঘোষণা করা হয়। পাশাপাশি নতুন করে গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনের জন্য আহবায়ক কমিটি গঠণ করা হয়েছে।
বৈঠক সূত্রে জানা গেছে, পূর্বের গৌরনদী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব, দুইটি রিপোর্টার্স ইউনিটি ও উপজেলা রিপোর্টার্স ইউনিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। পাশাপাশি গৌরনদী প্রেসক্লাব পূর্ণগঠনে ৩১ সদস্য বিশিষ্ট ঐক্য প্রক্রিয়ার কমিটিতে আগামী নয় মাসের জন্য তিনজনকে প্যানেল আহবায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
সূত্রে আরও জানা গেছে, ঐক্য প্রক্রিয়ার সমন্ময় ও গৌরনদী প্রেসক্লাব এবং উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি সিনিয়র সাংবাদিক মো. গিয়াস উদ্দিন মিয়া প্রথম তিন মাস, খোন্দকার মনিরুজ্জামান মনির পরবর্তী তিন মাস এবং সর্বশেষ জহুরুল ইসলাম জহির তিন মাস আহবায়কের দায়িত্ব পালন করবেন। এই আহবায়ক আগামী ডিসেম্বর মাসের মধ্যে নির্বাচনের ব্যবস্থা গ্রহণ করবেন। আহবায়ক কমিটির সদস্যরা হলেন মো. আসাদুজ্জামান রিপন, জামাল উদ্দিন, খোকন আহম্মেদ হীরা, কাজী আল আমিন, মো. হানিফ সরদার, সঞ্চয় পাল, মো. বদরুজ্জামান খান সবুজ, আমিনা আকতার সোমা, এস. এম জুলফিকার, এম. আলম, আমিন মোল্লা, মনীষ চন্দ্র বিশ্বাস, আমিন মোল্লা, বিএম বেলাল, খায়রুল ইসলাম, শামীম মীর, মোহাম্মদ আলী বাবু, মোল্লা ফারুক হাসান, হাসান মাহামুদ, আরিফিন রিয়াদ, জামিল মাহামুদ, এস.এম মিজান, , মো. শাহীন লিটন খান, ফারহান নান্নু, রাজীব ইসলাম তারিম, মোশারফ হোসেন, মহসীন হোসেন, মো. নাসির উদ্দিন।

সূত্রে আরও জানা গেছে, তিনজন আহবায়ক হিসেবে নয় মাস দায়িত্ব পালন করবেন। এ সময়ের মধ্যে ⁠গঠণতন্ত্র পুর্ণগঠন করা, অতীতের সব নেতিবাচক আলোচনা বাদ রাখতে কঠোরতা চর্চা করা, ⁠অস্থায়ী কার্যালয় প্রতিষ্ঠা, ⁠সাধারণ সভার আহবান, ⁠নিবন্ধন প্রক্রিয়া চূড়ান্তকরন করে নির্বাচনের মাধ্যমে স্থায়ী কমিটি গঠণ করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
পাশাপাশি একই বৈঠকে উল্লেখিত তিনজনকে কো-আহবায়ক ও খোন্দকার কাওছার হোসেনকে সদস্য সচিব করে গঠণতন্ত্র উপ-কমিটি গঠণ করা হয়। কমিটির অন্যান্যরা হলেন, মো. আসাদুজ্জামান রিপন, আলহাজ মো. জামাল উদ্দিন ও খোকন আহম্মেদ হীরা।
উল্লেখ্য, সভায় সাংবাদিক নেতৃবৃন্দের সর্বসম্মতিক্রমে প্রতিটি কমিটিতে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনকে প্রধান উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়েছে।

Share Button

     এ জাতীয় আরো খবর