-
- অপরাধ
- উখিয়ায় ইয়াবা-গুলিসহ গ্রেপ্তার হলো রোহিঙ্গা নারী-পুরুষ
- আপডেট সময় February, 17, 2025, 9:24 pm
- 32 বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে ১৪-এপিবিএন ও কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে ইয়াবা, পিস্তল, গুলিসহ এক নারী ও পুরুষকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার সাড়ে ৮টার দিকে বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লক থেকে তাদের গ্রেপ্তার করা হয়৷
গ্রেপ্তারকৃতরা হলেন, বালুখালী ৯নং রোহিঙ্গা ক্যাম্পের সি-ব্লকের আবু বক্করের পুত্র মো. সেলিম (২৩) ও একই ক্যাম্পের ব্লক-জি/১০-এর জামালের স্ত্রী আসমা আক্তার (২০)।
ক্যাম্পে আইনশৃঙ্খলায় নিয়োজিত ১৪-এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন জানান, কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক একেএম দিদারুল আলম এপিবিএন সদস্যদের নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে উল্লেখিতস্হানে যৌথ অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবা, নাইন এমএম পিস্তল ও ১০ রাউন্ড গুলিসহ রোহিঙ্গা নারী-পুরুষকে গ্রেপ্তার করে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক ও অস্ত্র আইনে মামলা করে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।
দীপন বিশ্বাস, কক্সবাজার
এ জাতীয় আরো খবর